May 5, 2024, 2:23 pm
ব্রেকিং নিউজ

শিল্পী সমিতির বনভোজনে হাতাহাতির ঘটনায় মামলা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, March 4, 2024
  • 48 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির। একের পর এক বিতর্ক চলছে এই সমিতিকে ঘিরে। এবার সম্প্রতি প্রকাশ্যে এসেছে শিল্পী সমিতির পিকনিকের একটি ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অকথ্য ভাষায় কথা বলার পাশাপাশি শিল্পী সমিতির সদস্যদের ঝগড়া পৌঁছায় হাতাহাতিতে। ইতিমধ্যে হাতাহাতির ঘটনায় মামলাও হয়েছে।

৩ মিনিট ৩ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, এক কিশোরীর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছেন একজন। এরপরই পরিস্থিতি মোড় নেয় ঝগড়ায়। দুইজনের বাকবিতণ্ডায় শেষ পযন্ত ঝগড়া পৌঁছায় হাতাহাতিতে। এতে এফডিসিতে থাকা শিল্পী সমিতির পিকনিকে উপস্থিতরা ঝগড়া ও হাতাহাতি ঠেকাতে এগিয়ে আসেন।

পিকনিকের আনন্দঘন মুহূর্তে হঠাৎ কী কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অবশ্য কিছুই জানা যায়নি।

রবিবার (৩ মার্চ) রাতে এমন ভিডিও নেটদুনিয়ায় প্রকাশ পেতেই মুহূর্তে তা ছড়িয়ে পড়তে শুরু করে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনা।
এদিকে, হাতাহাতির সেই ঘটনা এবার মোড় নিয়েছে মামলায়। সংগঠনের সদস্য নিশু তার মেয়েকে নির্যাতনের অভিযোগ করে মামলা করেছেন কয়েকজনের বিরুদ্ধে। শুরুতে সমিতি বরাবর অভিযোগ জানিয়ে কার্যকর কোনো সমাধান না পেয়ে মামলা করেছেন বলে জানিয়েছেন নিশু।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, বনভোজনে হাতাহাতির ঘটনাটি শিল্পী সমিতিকে অবহিত করেছি আমি। এ ব্যাপারে নিপুণকে ফোন করলে কোনো সাড়া পাইনি। তবে শাহনূর ও জেসমিন ফোন করেছিল আমায়। বিষয়টি তারা দেখতেছে বলেছিলেন। তবে তারপর আর খবর নেই। ঘটনার একদিন পার হয়েছে। কিন্তু নিপুণ আমাকে ফোন করতে পারতো, কিন্তু একবারও ফোন করেনি। যা আমাকে খুব কষ্ট দিয়েছে।

নিশু আরও বলেন, এ ঘটনার বিচার চেয়ে মামলা করেছি আমি। আগামীকাল এ ব্যাপারে সংবাদ সম্মেলন করবো। সেখানে এ নিয়ে বিস্তারিত বলবো। এখন ঈদের একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত আছি। পরে এ ব্যাপারে কথা বলবো।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102