May 5, 2024, 11:01 am
ব্রেকিং নিউজ

নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা প্রশ্নে যা বললেন সিইসি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, December 18, 2023
  • 41 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা সেটি নির্বাচনের পর দেখা যাবে। সোমবার নির্বাচন কমিশনে (ইসি) ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন।

আন্তর্জাতিকভাবে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, গ্রহণযোগ্যতা পাবে কিনা সেই বিষয়ে কোনো মন্তব্য করব না। সেটি নির্বাচনের পর দেখা যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অস্বস্তি বা স্বস্তি কোনটিই আমার মধ্যে নেই। আমার দায়িত্বটা হচ্ছে আমাদের নির্বাচনটা যেভাবে করতে হয় আমরা নির্বাচন কমিশন সরকারের সহায়তা নিয়ে অর্থাৎ পুলিশ, প্রশাসন সকলের সহায়তা নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি। আমার ব্যক্তিগত স্বস্তি, অস্বস্তিটা তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে এটা ঠিক যে, নির্বাচনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দল তারা অংশগ্রহণ করছে না। অংশগ্রহণ করলে ভালো হতো। আপনারা জানেন যে আমরা প্রথম থেকেই তাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা অংশগ্রহণ করুন, আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা সাড়া দেননি।

যারা নির্বাচনে আসছে না তারা তো প্রতিরোধেরও ঘোষণা দিয়েছে? বিষয়টি নজরে আনা হলে তিনি বলেন, দেখা যাক, সেটা উনাদের ব্যাপার, পলিটিক্যালি স্ট্র্যাটিজি। সেটার ব্যাপারে আমরা কোনো বক্তব্য দেব না। আমরা চাইবো ইলেকশনটা পিসফুলি হোক।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102