May 19, 2024, 6:07 pm
ব্রেকিং নিউজ

স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, May 5, 2023
  • 91 দেখা হয়েছে

 

হায়দার আলী চট্টগ্রাম:

চট্টগ্রামের ফটিকছড়িতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃত আসামি হলেন- আলী আকবর (২৯)। আকবর হলেন- ফটিকছড়ি উপজেলার ডলু আরলিয়া এলাকার মৃত হাছি মিয়ার ছেলে।

৪ মে (বৃহস্পতিবার) রাতে নগরীর বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মোঃ নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, “২০১৬ সালের ২০ জানুয়ারী ভূজপৃর থানাধীন বাদুর খীল এলাকায় একটি খামাড় বাড়ির গাছের সাথে এক গৃহবধূর গলায় ওড়না প্যাচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত গৃহবধূর পিতা মামলা দায়ের করেন। ময়নাতদন্ত রিপোর্টে তাকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়। পুলিশের তদন্ত প্রতিবেদনেও অভিযোগ প্রমাণিত হয়। ২০১৭ সালের জানুয়ারিতে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র জমা দেন। ২০১৫ সালের নভেম্বরে বিয়ের কথা গোপন করে ভূজপুরের ও-ই তরুণীকে বিয়ে করে আলী আকবর। তবে সেই বিয়ের কাগজ পত্র ভূয়া ছিল। বিয়ের কয়েক দিনের মধ্যে আলী আকবর যৌতুকের জন্য তার স্ত্রীকে চাপ দিতে থাকে। দুই মাস পরে ও-ই তরু ণী যৌতুকের জন্য তার বাপের বাড়িতে যায়। কিন্তু তার কৃষক বাবা যৌতুকের টাকা দিতে পারেনি।

২০১৬ সালের ২০ জানুয়ারী ভূজপুর থানাধীন বাদুরখীলস্থ পাহাড়ি এলাকায় একটি খামারবাড়ির পাশে গাছের সাথে ও-ই তরুণীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে নিহত ওই তরুণীর স্বামী আলী আকবর ছদ্মনামে বিভিন্ন স্থানে গত ৭ বছর ধরে পলাতক ছিলেন।”

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102