May 1, 2024, 3:53 pm
ব্রেকিং নিউজ

বঙ্গবাজারে বসছে না অস্থায়ী দোকান

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, April 8, 2023
  • 71 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
রাজধানীর বঙ্গবাজারে শনিবার (৮ এপ্রিল) অস্থায়ী দোকান বসছে না। ধ্বংসস্তূপ থেকে আবর্জনা সরাতে আরও সময় লাগবে বলেছেন কর্তৃপক্ষ। তবে দ্রুত তা করা হবে বলে জানানো হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা দিতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) বঙ্গবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। ওই অ্যাকাউন্টে সহায়তা পাঠাতে সংবাদ সম্মেলনে অনুরোধ জানানো হয়েছে।

বঙ্গবাজারের পুড়ে যাওয়া দোকানের দক্ষিণ পাশের মূল সড়কে অর্ধশতাধিক ব্যবসায়ী অস্থায়ী চৌকিতে মালপত্র পেতে রেখেছেন বিক্রির জন্য। তারা জানিয়েছেন, আজ সকাল থেকে নিজ উদ্যোগে তারা মূল সড়কে বসেছেন।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেছেন, বঙ্গবাজারে আজ অস্থায়ীভাবে দোকান বসানো সম্ভব হচ্ছে না। আবর্জনা ও ধ্বংসস্তূপ অপসারণ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে অস্থায়ীভাবে দোকান বসানোর কাজ শুরু হবে।

তবে বঙ্গবাজারের দক্ষিণ পাশে ব্যক্তিগত উদ্যোগে কয়েক ব্যবসায়ী অস্থায়ী দোকান নিয়ে বসেছেন।

মিলন হোসেন নামের এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, বঙ্গবাজারে তার তিনটি দোকান পুড়ে গেছে। ওই দোকানে তার বিনিয়োগ ছিল ৯৬ লাখ টাকা। সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, ‘ঈদের মৌসুমে মূল বেচাকেনা হয়। দোকান পুড়ে সহায়সম্বল সব হারিয়েছেন। এখন ৭০ থেকে ৮০ হাজার টাকার মালামাল বাকিতে এনে চৌকি পেতে এখানে বসেছেন।

কারও অনুমতি নিয়ে বসেছেন কি না, তা জানতে চাইলে তিনি বলেন, ‘সামনে ঈদ। সব শেষ হয়ে গেছে। বাধ্য হয়েই রাস্তায় এসে বসেছি। কারও অনুমতি নিইনি।’

সংবাদ সম্মেলনে আগুনে পাঁচ থেকে ছয় হাজার দোকান পুড়ে গেছে জানিয়ে হেলাল উদ্দিন বলেন, এখানে ক্ষতির পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা। কয়েক হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মচারী নিঃস্ব হয়ে পথে বসেছেন। বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা কাল রোববার মেয়রের কাছে দেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহযোগিতা চেয়ে হেলাল উদ্দিন আরও বলেন, দেশ-বিদেশ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করতে চেয়েছেন অনেকেই। যারা সহযোগিতা করতে চান, তাঁরা যেন সেটি ব্যাংক হিসাবের মাধ্যমে করেন। এ জন্য আইএফআইসি ব্যাংকে একটি হিসাব খোলা হয়েছে। এই অর্থ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের কাছে দেওয়া হবে। তারা সেটি ব্যবসায়ীদের বিতরণ করবেন।

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায়তা তহবিল, সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০৯৪০৬৬০৩১

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102