May 19, 2024, 2:39 am
ব্রেকিং নিউজ

কুমিল্লা পাসপোর্ট অফিসে ৩ স্তরের ২৪ জন দালাল গ্রেফতার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, March 6, 2023
  • 63 দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালরা তিন স্তরে দালালি করত। দালালির অভিযোগে চক্রের মূলহোতা শাকিল আহম্মেদ সুজনসহ (৩৮) ২৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার বিষয়টি জানিয়েছেন র‌্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের সৈয়দ ফারুক আহম্মেদের ছেলে শাকিল আহম্মেদ সুজন (৩৮), সদর উপজেলার বাগিচাগাঁও গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. শাহাদাত হোসেন (২৭), নোয়াপাড়া গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মো. শরীফ (৩৪), মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. মাসুক (৫০), মো. আনিছুর রহমান ওরফে সুমন খানেরর ছেলে মোঃ লিকন খান ওরফে লিটন (২০), আলী হোসেনের ছেলে ডালিম সরকার (২০), মো. শওকতের ছেলে মো. ইরফান (২৮), মৃত আলী আশ্রাফের ছেলে মো. শওকত আলী ওরপে শওকত আকবর (৫৪), কবির হোসেনের ছেলে মো. ওজায়ের হোসেন সাকিব (২০), নতুন চৌধুরী পাড়ার মৃত আব্দুর মোন্নাফের ছেলে মোঃ দেলোয়ার হোসেন রোমান (৫২), মুরাদনগর উপজেলার কুরুইল গ্রামের মত আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম (৩৭), সদরের মোরাপাড়া গ্রামের শাহিন মিয়ার ছেলে ইশান আহম্মেদ রাব্বি (২৩), চট্টগ্রাম জেলার স্বন্দীপ থানার মগধারা গ্রামের মোতাচ্ছের আহম্মদের ছেলে মুজিবুর রহমান (২১), বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম (২০), সদর উপজেলার মৃত মাঈন উদ্দিনের ছেলে মোঃ শাফি (২৯), মো. আজাহারের ছেলে মোঃ তুহিন (২০), খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ব্রীজপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ রুহুল আমিন রুবেল (৩০), সদরের ছোটরা গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মো. মাজহারুল ইসলাম (২১), বুড়িচং উপজেলার পয়াত গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আব্দুল হান্নান বাবুল (৫৩), আব্দুল হান্নানের ছেলে হাছিবুল হাসান জিমি (২৩), শিকারপুরের মো. তোফাজ্জল হোসেনের ছেলে তানজিদ হাসান (২৭), দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামের মৃত রমিজ আহম্মেদের ছেলে মো. ইমরুল হাসান ওরপে ইমরুল (৪০), বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর গ্রামের মৃত আব্দুর কাদেরের ছেলে মো. আবুল কালাম আজাদ (৫৫) এবং সদরের কালিকাপুর গ্রামের মৃত আব্দুরের ছেলে মো. আব্দুল কাইয়ুম (৫২)।

র‌্যাব কর্মকর্তা মেজর সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামিরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102