May 19, 2024, 2:39 am
ব্রেকিং নিউজ

গোপালগঞ্জ বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখ হত্যা মামলার অন্যতম আসামীকে গ্রেফতার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, March 5, 2023
  • 71 দেখা হয়েছে

ইমরান মোল্লা স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর চাঞ্চল্যকর বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখ হত্যা মামলার অন্যতম আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকার ভিকটিম বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখ (৭৬) এর সাথে আসামীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৬ নভেম্বর ২০২২ তারিখ রোজ শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন গেড়াখোলা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে আসামীরা ধারালো রামদা দিয়ে ভিকটিমের বাম পায়ের গোড়ালীসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ীভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় ভিকটিমকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা করায়। ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম গত ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ মৃত্যুবরণ করেন। এ বিষয়ে ভিকটিমের ছেলে মোঃ আলিয়ার রহমান(২৫) বাদী হয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এর ফলুশ্রুতিতে গত ০১ ফেব্রুয়ারী ২০২৩ র‍্যাব-৬ এর একটি চৌকস আভিজানিক দল উক্ত হত্যা মামলার প্রধান আসামী একরাম শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এরই ধারাবাহিকতায় ০৪ মার্চ ২০২৩ তারিখ র‌্যাব-৬ সদর কোম্পানি, খুলনা ও র‍্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামী ১। ইউনুচ শেখ(৬০) থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
সাংবাদিক

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102