May 2, 2024, 1:23 pm
ব্রেকিং নিউজ

চলে গেলেন ইতালির খ্যাতিমান অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, January 17, 2023
  • 65 দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:

ইতালির খ্যাতিমান অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা আর নেই। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রোমে তার মৃত্যু হয়েছে বলে সিএনএন’র প্রকাশিত খবরে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ইউরোপিয়ান সিনেমার আবেদনময়ী নায়িকাদের মধ্যে তিনি বেশ আলোচিত ও সমালোচিত ছিলেন। তিনি ‘ব্রেড, লাভ অ্যান্ড জেলাসি’, ‘দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল উইমেন’, ‘ব্রেড, লাভ অ্যান্ড ড্রিমস’, ‘বিট দ্য ডেভিল’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছিলেন। জিনি ইউরোপিয়ান সিনেমা ছাড়াও হলিউডের অনেক সিনেমায় অভিনয় করেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়ে ইতালির সংস্কৃতিমন্ত্রী জেন্নারো সানজুলিয়ানো বলেছেন, ‘তিনি যে মুগ্ধতা ছড়িয়েছেন তার রেশ থাকবে অনন্তকাল পর্যন্ত।’

জিনা লল্লব্রিজিদার নাতি ফ্রান্সিসকো লল্লব্রিজিদা এখন ইতালির কৃষিমন্ত্রী। তিনি দাদির মৃত্যুর খবর জানিয়ে টুইটারে লিখেছেন- ‘তিনি ছিলেন ইতালির সিনেমা এবং সংস্কৃতির সবচেয়ে উজ্জ্বল এক তারকা।’

রয়টার্স লিখেছে, ইতালীয় সিনেমায় সোফিয়া লরেনের সঙ্গেই উচ্চারিত হবে জিনার নাম, যদিও দুজনের পেশাগত বিবাদ ছিল আলোচনার বিষয়বস্তু। ১৯৫০ ও ১৯৬০ এর দশকে জিনা ও লরেন ইতালিয় আবেদনময়ী অভিনেত্রীর প্রতীক হয়ে উঠেছিলেন।

ফার্নিচার ব্যবসায়ীর ঘরে ১৯২৭ সালের ৪ জুলাইয়ে জন্ম নেওয়া জিনার কৈশোর কেটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমার আক্রমণ থেকে বাঁচার লড়াইয়ে। তাকে ‘লা লল্ল’ নামেই ডাকা হত। তিনি রোম অ্যাকাডেমি অব ফাইন আর্টসে পড়াশোনা করেন ভাস্কর্য বিষয়ে। ভাস্কর্য ও ছাপচিত্র নিয়ে পড়ালেখা করা জিনা কম সময়ের মধ্যে মডেলিংয়ে সফলতার মুখ দেখেন।

সিনেমায় তাকে প্রথম দেখা যায় ১৯৪৬ সালে, ছোটোখাটো চরিত্রে ‘দ্য ব্ল্যাক ইগলে’। তবে সিনেমাতেও সফলতা কুড়াতে বেশি সময় লাগেনি তার, পঞ্চাশের দশকের শুরুতেই ইউরোপের বড় তারকাদের একজন হয়ে ওঠেন তিনি।

কিংবদন্তী এই অভিনেত্রীর প্রথম ইংরেজি সিনেমা ‘বিট দ্য ডেভিল’ মুক্তি পায় ১৯৫৩ সালে, যাতে অভিনয় করেন হামফ্রি বোগার্ট ও জেনিফার জোন্সের মতো তারকারা। জিনা অভিনীত সবশেষ উল্লেখযোগ্য সিনেমা ‘কিং, কুইন, নেইভ’ মুক্তি পায় ১৯৭২ সালে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102