May 5, 2024, 8:50 am
ব্রেকিং নিউজ

আত্রাইয়ের ঐতিহাসিক সীতাদেবীর মেলা শেষ হলো

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, January 16, 2023
  • 75 দেখা হয়েছে

 

আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধিঃ দুই দিন ব্যাপী অনুষ্ঠিত নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রামের ঐতিহ্যবাহী সীতা দেবীর মেলা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সোমবার শেষ হয়েছে। গত রোববার শুরু হওয়া এ মেলায় হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। এ উপলক্ষে এখানে মিঠাই-মিষ্টান্নসহ বিভিন্ন ধরনের রকমারি দোকান-পাট বসেছিল। পাশপাশি চোখ ধাঁধাঁনো নাগরদোলাও ছিল। দেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ মেলায় এসেছিল। এমন কি কলকাতা থেকেও অনেক মানুষ এসেছিল। আশপাশের গ্রামগুলোতে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। মেলার চারিদিকের গ্রামগুলো হলো তিলাবাদুরী, ভোঁপাড়া, নাকবিড়ি, সোনাইডাঙ্গা, কচুয়া জালুপোঁয়াতা, শোলিয়া, পাল্লা, নৈদিঘী, বাঁশবাড়িয়া, পোঁয়াতা, শিমুলিয়া, বেড়াহাসন, শাহাগোলা, বলরামচক, পাঁচুপুর, বাঁকা,পালশা প্রভৃতি। এ গ্রামগুলোতে দূরদূরান্তের আত্মীয়-স্বজন, জামাই-জোরাতে ভরে গিয়েছিল। খাওয়া-দাওয়ারও ধুম পড়েছিল।
কথিত আছে, হিন্দু ধর্মাবলম্বীদের রামচন্দ্রের স্ত্রী সীতার বনবাস হয়েছিল আত্রাই উপজেলার এই জামগ্রামে। তখন এখানে ছিল ঘন বন-জঙ্গল। এখানে প্রকান্ড একটি বটবৃক্ষ ছিল। এর নিচেই সীতা থাকতো। বটবৃক্ষটি সম্প্রতি মরে গেছে। যে ইন্দারার পানি দিয়ে সীতা গোসল করতো সেই ইন্দারা এখনও বিদ্যমান। শ্রী শ্রী সীতা দেবীর মেলা উদযাপন কমিটির সভাপতি হানিফ উদ্দিন বলেন, এবারের মেলায় বিপুল পরিমান মানুষের সমাগম ঘটেছিল, মেলাটি প্রতি বছর হিন্দু-মুসলমানের মিলন মেলায় পরিনত হয়।

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102