May 4, 2024, 11:58 pm
ব্রেকিং নিউজ

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক ‘নিহত’

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, December 19, 2022
  • 70 দেখা হয়েছে

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত এবং একজন আহত হয়েছেন নিহতের পিতা বিএসএফের গুলিতে তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বিজিবির পক্ষ থেকে আহত বা নিহতের বিষয়টি নিশ্চিত করেনি।রোববার গভীর রাতে জেলার শিবগঞ্জ সীমান্তের জোহরপুর ও ওয়াহেদপুর সীমান্তের মাঝখানে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার পাঁকা ইউনিয়নের সরাপাড়া গ্রামের বাহারুলের ছেলে মোহাম্মদ শামিম (৩০) এবং আহত ব্যক্তি একই ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের মৃত সহাবুলের ছেলে শরিফুল ইসলাম (৩৫)।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিদের ১০ জনের একটি দল রোববার দিবাগত গভীর রাতে বাংলাদেশের জহরপুর এবং ওয়াহেপুর বিওপির মধ্যবর্তী সীমান্ত পিলার ১৬/৪ এসের পাশ দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় ভারতের চাঁদনী চক ও নুরপুরের বিএসএফ ক্যাম্পের একটি যৌথ দল রাত আড়াইটার দিকে গুলি ছুড়লে শামিম ও শরিফুল গুরুতর আহত হন। এ সময় আহত শরিফুলসহ অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও শামিম ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা আরও জানান, শরিফুল ডান হাতে গুলিবিদ্ধ হলে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে নিহত শামিমের ফোনে কল করা হলে নিহতের পিতা বাহারুল তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান তার ছেলের লাশ এখনো পাওয়া যায়নি।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের হোসেন সীমান্তে হতাহতের বিষয়টি শুনেছেন বলে নিশ্চিত করেন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন জানান, স্থানীয়ভাবে সীমান্তে একজন নিহত ও আহতের সংবাদ শুনেছি। কিন্তু নিহতের পিতা এ ধরনের কোনো অভিযোগ করেননি। তদন্ত করে দেখা হচ্ছে সত্যতা নিশ্চিত হলে গণমাধ্যমকে জানানো হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102