May 5, 2024, 5:11 am
ব্রেকিং নিউজ

তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে, বাড়ছে কুয়াশা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, December 15, 2022
  • 71 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে বাড়ছে কুয়াশা। গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) তাপমাত্রাও কমেছে। সারাদেশে কুয়াশার পরিমাণও বেড়েছে। দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা পড়তে দেখা গেছে। এই কুয়াশা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও রাজশাহীতে আজ ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টার হিসাবে দেশের প্রায় ২০ অঞ্চলের তাপমাত্রা নেমে গেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এই তাপমাত্রা আরও কমতে পারে।

১৫ ডিগ্রির নিচে নেমে যাওয়া বাকি অঞ্চলগুলো হচ্ছে— ঈশ্বরদীতে ১২, তেতুলিয়া ও বদলগাছিতে ১২ দশমিক ২, যশোরে ১২ দশমিক ৪,গোপালগঞ্জে ১২ দশমিক ৯, তাড়াশে ১৩, সৈয়দপুরে ১৩ দশমিক ২, বরিশাল ও ফরিদপুরে ১৩ দশমিক ৪, শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৫, কুমারখালিতে ১৩ দশমিক ৭, মাদারিপুরে ১৩ দশমিক ৮, ভোলা, কুমিল্লা ও রাজারহাটে ১৪, ফেনী ও সীতাকুণ্ডে ১৪ দশমিক ২, সাতক্ষীরায় ১৪ দশমিক ৫, বগুড়ায় ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি আরও ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়— সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102