May 20, 2024, 8:43 am
ব্রেকিং নিউজ

সুনামগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, December 12, 2022
  • 87 দেখা হয়েছে

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: 
১২ ডিসেম্বর, সোমবার জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহ্‌সান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মহি উদ্দিন, এলজিইডির নির্বহীমোঃ প্রকৌশলী মাহবুব আলম, নির্বাহী জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়, জেলা মাধ্যমিক শিক্ষমোঃ অফিসার জাহাঙ্গীর আলম, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। পুষ্পস্তবক অর্পণ শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ঐহিত্য জাদুঘর প্রাঙ্গণ হতে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভূক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, । আলোচনা সভা শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সরাসরি সম্প্রচারকৃত কেন্দ্রীয় মূল অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে উপভোগ করা হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102