May 20, 2024, 9:27 am
ব্রেকিং নিউজ

সুনামগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, December 11, 2022
  • 78 দেখা হয়েছে

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভা ১১ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিন রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সিভিল সার্জন ডাঃ আহমদ হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, আনসার কমান্ডার কামরুজ্জামান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আফতাব উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।
সভায় সুনামগঞ্জ শহরের বিভিন্ন পাড়া ও বিশ্বমভর পুর উপজেলার বিভিন্ন গ্রামে চুরি বৃদ্ধি, সুনামগঞ্জ জেলার ধর্ম পাশা ,মধ্যনগর উপজেলার বিভিন্ন জায়গাতেই মাদকদ্রব্যের অবাধ কেনা বেচা ,সুনামগঞ্জ শহরের যানজট বৃদ্ধি পাওয়ায় দুরপাল্লার বাস টার্মিনালে স্থানান্তর করার কার্যক্রম গ্রহণের আশ্বাস প্রদান, ধোপাযান চলতি নদীতে রাতের আধারে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস, শহরের বখাটেপনা বন্ধ করা, সিলেট সুনামগঞ্জ সড়কের পাগলা বাজারের ঐতিহ্য বাহী ডাকবাংলোর পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গার উপর মার্কেট নির্মাণ বন্ধ করার দাবি জানান এবং সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর ইউনিয়নের সীমান্ত এলাকার বর্ডার হাটে নিয়ম নীতির তোয়াক্কা না করে খুচরা বেচা কেনা বন্ধ করে শুধু পাইকারী বেচা কেনা সহ নানা অনিয়ম তুলে ধরে দ্রুত এসবের প্রতিকার দাবী করেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার সভায় উত্থাপিত বিষয়াবলী গুলোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102