May 20, 2024, 8:43 am
ব্রেকিং নিউজ

প্রান্তিক জন গোষ্ঠীর উপকারে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- সুনামগঞ্জের জেলা প্রশাসক

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, December 11, 2022
  • 70 দেখা হয়েছে

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেছেন, শুধু শহরের প্যান্ট শার্ট পরিহিতদের জন্য কাজ করলে হবে না। দেশের প্রান্তিক জন গোষ্ঠীর জন্য সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। গ্রামের মানুষ খুব সমস্যার মধ্যে আছে। তাদের মুখে হাসি ফুটাতে ,তাদের দুঃখ দুর্দশার সমাধান করতে হবে। বিগত দিনের শতাব্দীর ভয়াবহ বন্যার সময় মানুষ চরম দুর্ভোগে ছিলেন। অনেক এনজিও এবং ধনাঢ্য ব্যক্তিবর্গ কাজ করছেন। আরো কাজ করতে হবে। কারণ দুর্যোগ আসলে যে ঝুঁকি থাকে পরে আর ও বেশী ঝুকিঁ মোকাবেলা করতে হয়।
১১ ডিসেম্বর রবিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেভ দ্যা চিলড্রেন আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সেভ দ্যা চিল ড্রেন প্রজেক্টের অফিসার মিজানুর রহমান, সিএনআর এস প্রজেক্ট অফিসার তাসনিমা মুকিত, মিঠু দেব নাথ সহ বিভিন্ন উপজেলার ইউএনও গণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102