May 22, 2024, 12:50 am
ব্রেকিং নিউজ

ঘূর্ণিঝড় ‘চিত্রাং’ মোকাবিলায় চট্টগ্রামে ২৯০ টি মেডিক্যাল টিম প্রস্তুত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, October 24, 2022
  • 91 দেখা হয়েছে

 

হায়দার আলী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম

ঘূর্ণিঝড় চিত্রাং মোকাবিলায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় মহানগরীসহ চট্টগ্রাম জেলার ১৫ টি উপজেলায় ২৯০ টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে।

২৪ অক্টোবর (সোমবার) চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ ইলিয়াছ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে জানান, “ঘূর্ণিঝড় চিত্রাং মোকাবিলা জরুরি মুহূর্তে সেবা প্রদানের জন্য চট্টগ্রাম জেলার ১৫ টি উপজেলার ২ শটি ইউনিয়নে ১ টি করে মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে ৫ টি করে মেডিক্যাল টিম, ৯ টি আরবান ডিসপেনসারির প্রতিটিতে একটি মেডিক্যাল টিম, চট্টগ্রাম স্কুল হেল্থ ক্লিনিকে ১ টি ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫ টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগের সময় কোথাও কোনো মেডিক্যাল সাপোর্টের প্রয়োজন হলে সে জন্য সিভিল সার্জন কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যাতে আমাদের মেডিক্যাল টিম তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে পৌঁছে যেতে পারে।”

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102