May 20, 2024, 8:14 am
ব্রেকিং নিউজ

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন প্রথম বার ইভিএমের মাধ্যমে সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, October 17, 2022
  • 103 দেখা হয়েছে

 

সুনামগঞ্জ প্রতিনিধি
সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু করেছে। আজ সোমবার সকাল ৯টা থেকে ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবেই চলে। জেলার ১২ টি কেন্দ্রের ২৪ বুথে সুনামগঞ্জে স্থানীয় সরকারের ৪টি পৌরসভা ও ৮৮টি ইউনিয়ন পরিষদের ১২২৯ জন প্রতিনিধিরা ভোট প্রদান করেছেন।

সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসের সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. খায়রুল কবির রুমেন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট প্রতিদ্বন্ধীতা করছেন।
এছাড়াও ৪ টি ওয়ার্ডের সংরক্ষিত পদে ১১ জন, ১২ ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৩৩ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি চারস্তরের নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এছাড়াও পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার দায়িত্ব পালন করেন।

এ ব্যাপারে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট ইভিএম পদ্ধতির মাধ্যমে এই প্রথমবারের মতো জেলা পরিষদের নির্বাচনের তৃণমূলের জনপ্রতিনিধিরা ভোট দিচ্ছেন এবং এই পদ্ধতিতে কারচুপির কোন সুযোগ নেই এবং তিনি নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদি। তিনি তার অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করতে প্রতিশ্রুতি বদ্ধ বলে জানান।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, র‌্যাব ৯ সুনামগঞ্জ সিপিসি ৩ এর অধিনায়ক কমান্ডার সিঞ্চন আহমেদ জানান আমরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সুষ্ট সুন্দর পরিবেশে ভোট গ্রহণ পর্যবেক্ষণ করেছি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102