May 19, 2024, 7:16 am
ব্রেকিং নিউজ

বাঘায় মা ই‌লিশ সংরক্ষণ অ‌ভিযান : জাল ও ইলিশ জব্দ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, October 15, 2022
  • 75 দেখা হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর বাঘা উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৯ম দিনে প্রায় আট হাজার মিটার কারেন্ট জাল ও এক কেজি ইলিশ মাস জব্দ করা হয়েছে।
শনিবার(১৫ অক্টোবর) সকাল থেকে উপজেলার আলাইপুর, কি‌শোরপুর, মীরগন্জ এলাকার পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট জুয়েল আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদুল ইসলাম,সহকারী ফিল্ড অফিসার রফিকুল ইসলাম বাঘা থানার এএসআই আবুবক্কর সিদ্দিক প্রমৃখ।

মৎস্য কর্মকর্তা শাহাদুল ইসলাম জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রায় আট হাজার মিটার কারেন্ট জাল ও এক কে‌জি ই‌লিশ মাছ জব্দ করা হয়।অতপরঃ নদীর ঘাটে জনসম্মুখে জব্দকৃত নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও জব্দকৃত মাছ স্থানীয় দুঃস্থ মানু‌ষের মা‌ঝে বিতরণ করা হয়েছে। এ রকম অভিযান অব্যাহত আছে ও থাকবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102