May 19, 2024, 5:08 am
ব্রেকিং নিউজ

বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকার ঢাকা, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, October 4, 2022
  • 76 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক :
বিদ্যুৎ বিভ্রাটের কারণে রাজধানী ঢাকায় নেমে এসেছে অন্ধকার। আর এই সময়টায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশকে বাড়তি সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে। বিশেষ করে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বিদ্যুৎ বিপর্যয়ের পর থেকে পুলিশের প্রতিটি ইউনিটকে, বিশেষ করে পূজামণ্ডপগুলোয় বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় মঙ্গলবার দুপুর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে।

এমন সময়েই ঢাকা মহানগরে ২৪২টি পূজা মণ্ডপে চলছে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা।

পূজামণ্ডপগুলোতে যাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে, সে বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন পুলিশ কমিশনার।

বিদ্যুৎ বিভ্রাটের বিরূপ প্রভাব পরেছে রাজধানীর পূজা মণ্ডপগুলোতে। বিদ্যুৎ না থাকার কারণে মণ্ডপগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না। ফলে মণ্ডপগুলোতে মানুষের যে পরিমাণ ভিড় থাকার কথা ছিল সেটি হয়নি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102