December 7, 2024, 9:13 am
ব্রেকিং নিউজ
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ২৮ রাষ্ট্রদূত বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ-ভারত সীমান্তে মিলনমেলা বন্ধ ঘোষণা বদলে যাচ্ছে টাকার নকশা, থাকছে না বঙ্গবন্ধুর ছবি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলের নেতারা ৪৪তম বিসিএসের ভাইভা শুরু ২২ ডিসেম্বর ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আসিফ নজরুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সমন্বয়ক রিফাত সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানালেন ড. ইউনূস ফের আলু রপ্তানি বন্ধ করল পশ্চিমবঙ্গ সরকার গণমাধ্যমকর্মীদের জন্য দুদিন সাপ্তাহিক ছুটি চান পিআইবি মহাপরিচালক ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস দুর্নীতি মামলায় খন্দকার মোশাররফ খালাস ইসকন ইস্যুতে সিদ্ধান্ত জানাল হাইকোর্ট ট্রাকচাপায় পিষ্ট হাসনাত-সারজিসের গাড়ি প্রধান উপদেষ্টার প্রেস উইং: মনগড়া বক্তব্যে রয়টার্সের প্রতিবেদন সাংবাদিকতার নীতিমালা পরিপন্থি ৪৬ তম বিসিএস প্রিলির পুনরায় ফল প্রকাশ জরুরি অবস্থা জারি ও ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন চট্টগ্রামে আইনজীবী হত্যা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

হিলিতে কেজিতে ৪০০ টাকা কমলো জিরার দাম

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, February 12, 2024
  • 88 দেখা হয়েছে

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে নতুন জিরার আমদানি বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারে কেজি প্রতি দাম কমেছে ৪০০ টাকা। দুই মাস আগে ১১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সেই জিরা এখন ৭২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ।

সোমবার হাকিমপুরের হিলি মসলা বাজারে দেখা যায়, গত বছরে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে ৪০০ থেকে ৪৫০ টাকা। ডলার সংকট ও ভারতে জিরার ফলন কম এবং আমদানি কমে যাওয়ার অজুহাতে দাম বাড়তে থাকে। গত দুই মাস আগে ১১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। চলতি বছরে ভারতে নতুন জিরার ফলন ভালো হয়েছে সেই সাথে বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদামি বৃদ্ধি পাওয়ায় গত দুই মাসে পর্যায়ক্রমে জিরার দাম কমেছে কেজি প্রতি ৪০০ টাকা।
হিলি বাজারের মসলা ব্যবসায়ীরা বলছেন, ভারতে নতুন জিরা উঠায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে দাম কমছে। এখন ভারত থেকে আমদানিকৃত ভালো মানের কাকা জিরা ৭২০, বাবা জিরা ৭২০, মধু জিরা ৭২০, অমরিত জিরা ৭২০ টাকা, সোনা জিরা ৭৩০ টাকা ও ডিবি গোল্ড জিরা ৮৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে জিরা কিনতে আসা তাজ হোসেন বলেন, দুই মাস আগেও জিরার আকাশছোঁয়া দাম ছিল। সোমবার মসলা কিনতে এসে শুনলাম কেজি প্রতি ৪০০ টাকা কমেছে। তাই এক কেজি জিরা নিলাম ৭২০ টাকায়।

বগুড়া থেকে আসা জিরা ক্রেতা আনিছুর রহমান বলেন, স্বপ্নপূরীতে ঘুরতে এসেছিলাম। হিলি স্থলবন্দর ঘুরেও দেখলাম। হিলিতে কম দামে মসলা পাওয়া যায়। বগুড়াতে প্রায় তিন মাস আগে ১২শত টাকা কেজি দরে জিরা কিনেছি। হিলিতে এসে এক কেজি জিরা নিলাম ৭২০ টাকা দিয়ে।

হিলি বাজারে বিসমিল্লাহ্ মসলা ঘর এর ব্যবসায়ী আওলাদ হোসেন বলেন, গত বছরে ভারতে জিরার ফলন কম হওয়ায় বন্দর দিয়ে আমদানিও কমে যায়। সেকারণে জিরার দাম বাড়তে বাড়তে ১১৫০ টাকা কেজি দরে উঠে। বর্তমান ভারতে নতুন জিরা উঠায় আমদানি বেড়েছে। তাই দামও কেজি প্রতি কমেছে ৪০০ টাকা। আমরা ৭১০ টাকা কেজি দরে কিনে ৭২০ টাকা কেজি দরে বিক্রি করছি। আশা করছি আগামীতে দাম আরও কমে আসবে। তবে সাদা এলাচ ও কালো ফলের দাম একটু বেশি। তবে অন্যান্য মসলার দাম স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102