তাহিরপুর প্রতিনিধি:
পর্যটন কেন্দ্র নিলাদ্রীর পেশাদার মাদককারবারি বাবুলকে বিদেশি মদ ইয়াবার চালানসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে সুনামগঞ্জের তাহিরপুর থানায় মামলা হয়েছে।বাবুল সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম টেকেরঘাটের লাকমা (বন্দেরহাটি) আশ্রব আলীর ছেলে।
রোববার বিকালে সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবীর দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার গভীর রাতে সীমান্ত গ্রাম টেকেরঘাটের লাকমা (বন্দেরহাটি) বাবুলের বসতঘরের খাটিয়ার নিচে রাখা ৪ বোতল বিদেশি মদ, ১০৩ পিস ইয়াবা জব্দ করেন। ওই সময় পেশাদার মাদককারবারি বাবুলকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল জানান, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পতিত কোয়ারি নিলাদ্রীতে মোটরসাইকেল-হাউসবোটে বেড়াতে আসা পর্যটক, এলাকার মাদকসেবীদের কাছে বিদেশি মদ, বিয়ার, ইয়াবা বিক্রয় করে আসছেন।