July 9, 2025, 5:17 pm
ব্রেকিং নিউজ
শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেত্রীর মামলা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, July 4, 2025
  • 10 দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি:

দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরোপ্রধান আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে মামলা করেছেন দলীয় পদ-পদবি স্থগিত থাকা বিএনপির সাবেক এমপি বিলকিস জাহান শিরিন।প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বৃহস্পতিবার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন তিনি। প্রকাশিত সংবাদের কারণে ৫ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় অভিযোগ করেছেন শিরিন।

গত বছরের ১১ আগস্ট সংবাদটি প্রকাশ করে যুগান্তর। সেখানে বরিশাল নগরীর কয়েকশ বছরের পুরোনো ও সাধারণ মানুষের ব্যবহারের একটি পুকুর রাতের অন্ধকারে ভরাট করে দখল চেষ্টার ঘটনা তুলে ধরা হয়। ৫ আগস্ট ফ্যাসিস্ট পতনের পর দেশজুড়ে চলা অরাজক পরিস্থিতির মধ্যে পুকুরটির তিন-চতুর্থাংশ ভরাট করে ফেলেন শিরিন ও তার পরিবার।

এক্ষেত্রে পুকুর জলাশয় সংরক্ষণ আইনও অমান্য করা হয়। সংবাদ প্রকাশের পর প্রাথমিক তদন্ত শেষে শিরিনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদসহ দলীয় সকল পদ-পদবি স্থগিত করে বিএনপি। একই সঙ্গে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণেও নিষেধাজ্ঞা দেয় দল।

বৃহস্পতিবার দায়ের করা ওই মামলায় প্রকাশিত সংবাদকে মিথ্যা ভিত্তিহীন বলে দাবি করেন শিরিন। সংশ্লিষ্ট পুকুরটি তার বাপ-দাদার সম্পত্তি উল্লেখ করে দখলের কোনো চেষ্টা হয়নি দাবি করেন তিনি।

প্রাথমিক শুনানি শেষে মামলার একমাত্র আসামি আকতার ফারুক শাহিনকে আগামী ১ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

দায়ের হওয়া মামলা সম্পর্কে আকতার ফারুক শাহিন বলেন, ‘আলোচ্য পুকুরটি কয়েকশ বছরের পুরোনো। সব দলিল দস্তাবেজে সেটি জনগণের ব্যাবহারের জন্য উন্মুক্ত জলাশয় বলে উল্লেখ রয়েছে। পুকুর-জলাশয় ভরাট প্রশ্নে সরকারের সুনির্দিষ্ট আইন অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে। তা না মেনে দখলের উদ্দেশ্যে রাতের অন্ধকারে সেটি ভরাট করা হচ্ছিল। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর শিরিনসহ তার পরিবারের সদস্যদের একাধিকবার নোটিশ দিয়েছে। এলাকাবাসীও তাদের বিরুদ্ধে নগর ভবনসহ বিভিন্ন দপ্তরে একাধিক আবেদন করেছে। পুকুর ভরাট বন্ধে নগর ভবন সেখানে নোটিশ সম্বলিত সাইনবোর্ড ঝুলিয়েছিল। ৫ আগস্টের পর সেই সাইন বোর্ড উপড়ে ফেলে ভরাট করে পুকুর দখলের কার্যক্রম চালানো হয়। তাছাড়া পুকুরটির মালিকানা সংক্রান্ত দলীলেও জটিলতা রয়েছে। তিনি (শিরিন) যেহেতু মামলা করেছেন তাই আইনগতভাবেই এর মোকাবেলা করা হবে।’

এদিকে একজন পেশাদার সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বরিশালের বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠন।

বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং সাধারণ সম্পাদক এস এম জাকিরসহ নেতারা এক বিবৃতিতে বলেন, ‘হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে সংবাদ প্রকাশের ১১ মাস পর এ মামলা করেছেন বিলকিস জাহান শিরিন। এটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও স্বাধীন গণমাধ্যমের প্রতি হুমকি। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করা না হলে রাজপথের কঠোর আন্দোলনে নামবেন সংবাদকর্মীরা।’

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহম্মেদ আবু জাফর এক বিবৃতিতে বলেন, ‘প্রেস কাউন্সিল থাকতে ফৌজদারি আইনে মামলা দায়ের করে বিএনপি নেত্রী শিরিন বুঝিয়ে দিয়েছেন যে- এখনো তারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখেন।’

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি অনিসুর রহমান স্বপন এবং সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ এক বিবৃতিতে বলেন, ‘জুলাই বিপ্লবের পর সংবাদকর্মীর বিরুদ্ধে এই মামলা ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ।’

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ এবং সাধারণ সম্পাদক শাহিন হাসান বলেন, ‘অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে কলম ছেড়ে রাজপথে নামতে বাধ্য হবেন সংবাদকর্মীরা।’

এছাড়াও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন- ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন (এনডিবিএ) বরিশালের সভাপতি পুলক চ্যাটার্জী, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি হুমায়ুন কবির, বরিশাল ইলেকট্রনিকস মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিমজা) সভাপতি মুরাদ আহম্মেদ এবং সাধারণ সম্পাদক কাওসার হোসেনসহ বেশ কয়েকটি সামাজিক সাংস্কৃতিক ও নাগরিক সংগঠন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102