July 9, 2025, 5:33 pm
ব্রেকিং নিউজ
শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

‘বিএনপি নেতাকর্মীদের বৈধ ও নৈতিকতার সঙ্গে আয় করতে হবে’

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, June 20, 2025
  • 28 দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:বিএনপি নেতাকর্মীদের বৈধ ও নৈতিকতার সঙ্গে আয় ইনকাম করতে হবে; কিন্তু তা যেন তাদের একমাত্র লক্ষ্য না হয়। রাজনৈতিক নেতাকর্মীদের দেশপ্রেম ও জনসেবাই প্রধান লক্ষ্য উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণ ও নেতাকর্মী রাজনৈতিক নেতাকর্মীদের পরিবার।

বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির অবশ্যম্ভাবী। কিন্তু বিজয়ে অতিমাত্রায় আত্মতৃপ্তি বা আত্মতুষ্টির সুযোগ নেই। প্রতিপক্ষকে দুর্বল না ভেবে ঘরে ঘরে কাজ করতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসে ক্ষতির সম্ভাবনা বেশি। তাই নির্বাচনকে সিরিয়াসভাবে নিয়ে শতভাগ সতর্ক থেকে কাজ করতে হবে।

বিপথগামীদের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর মনোভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গকারী ও দলের ভাবমূর্তি বিনষ্টকারী কাউকে আর বরদাশত করা হবে না। সে যতবড় ত্যাগী বা শক্তিশালী হোক না কেন, তার ক্ষমা নাই।

নির্বাচনে বিজয়ী হয়ে জনপ্রিয়তা ধরে রেখে জনপ্রত্যাশা ও অঙ্গীকার বাস্তবায়ন করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে জানিয়ে তিনি বলেন, নেতাকর্মীদের ‘কি পেলাম’-এমন চিন্তা পরিত্যাগ করে দেশ ও জনগণকে ‘কি দিতে পারছি বা কি দিলাম বা কতটুকু দিতে পারব’ তা চিন্তা করতে হবে।

তিনি বলেন, ক্ষমতা বা হেডম দেখানোর নাম রাজনীতি নয়। দেশ ও জনগণের কল্যাণে নিঃস্বার্থ কাজ করাই বিএনপির রাজনীতির মূলমন্ত্র। কুকর্ম করতে গিয়ে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে কুকর্মকারীদের স্থান বিএনপিতে আর হবে না। গুটিকয়েক বিপথগামী ও কুকর্মকারীর দায় দল নিবে না । তাদের দেশের আইন অনুযায়ী শাস্তি পেতেই হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ দেশের মালিকানা কেড়ে নিয়েছিল, আগামী রোজার আগেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণঅভুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন সাম্য ও মানবিক রাষ্ট্র গঠন করতে হবে।

তিনি বলেন, শুধু ক্ষমতায় যাওয়া নয়, জনপ্রিয়তা ধরে রেখে জনওপ্রত্যাশা পূরণ ও সব অনৈতিকতার ঊর্ধ্বে থেকে দীর্ঘমেয়াদে দেশ পরিচালনার দক্ষতা অর্জন করতে হবে। তিনি নেতাকর্মীদের প্রতি নিজ নিজ গ্রামে সাংগঠনিক কর্মের পাশাপাশি ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের প্রচারণা শুরু করার আহ্বান জানান।

ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মনিকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, আবদুল মোমেন শাহীন, যুবদল নেতা ফারুক হোসাইন, রোজেল বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসাইন, সদস্য সচিব কামরুল হাসান সুমন, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক ওসমান গনি, সদস্য সচিব হাসান শাহ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল, সদস্য সচিব কাছম উদ্দিন, মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মনিক, সদস্য সচিব শামীম মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ রব্বানী সুমন, আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান, আবদুল ওয়াহেদ তালুকদার, গাজিউর রহমান, হুমায়ূন কবীর সরকার, জাকিরুল ইসলাম টোটন, সোলায়মান সরকারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102