July 9, 2025, 5:33 pm
ব্রেকিং নিউজ
শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

ময়মনসিংহে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ১০ লাখ টাকাসহ ২৮০ ফোন লুট

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, June 18, 2025
  • 35 দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র রামবাবু রোডের অলকা নদীবাংলা কমপ্লেক্সের দ্বিতীয়তলায় জিরো পয়েন্ট নামে একটি মোবাইলের দোকানে দিনদুপুরে তালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।বুধবার সকাল ১০টার দিকে মার্কেটের প্রধান ফটক খোলার পরপরই অন্য দোকানপাট খোলার আগেই ৫-৬ জন চোর চক্রের সদস্যরা আনুমানিক ৮০ লাখ টাকা মূল্যের ২৮০টি মোবাইল ও নগদ ১০ লাখ টাকা নিয়ে চম্পট দেয়।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ক্রাইম সিনের সদস্যরা এ রিপোর্ট লেখা পর্যন্ত দোকানটি ঘিরে রেখে তদন্ত ও নানা আলামত সংগ্রহ করছিল। প্রকাশ্যে দিনদুপুরে জনাকীর্ণ মার্কেটে দুর্ধর্ষ এ চুরির ঘটনায় পুরো মার্কেট তথা ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার নবাগত ওসি মোহাম্মদ ফিরোজ আহমেদের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

অলকা নদীবাংলা কমপ্লেক্স নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ের পাশে রামবাবু রোডে অবস্থিত। ১২তলা ভবনের ৪র্থ তলা পর্যন্ত মার্কেট। দ্বিতীয় তলায় মোবাইল ও এক্সেসরিস মার্কেট।

জিরো পয়েন্ট দোকানের মালিক হৃদয় জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকানে তালা লাগিয়ে বাসায় যাই। সকাল সাড়ে ১০টার দিকে দোকান খোলার জন্য এসে দেখি তালা কাটা এবং ভিতরে কোনো মোবাইল নেই। ক্যাশ কাউন্টারে রেখে যাওয়া আগের দিনের বিক্রির প্রায় ১০ লাখ টাকাও নেই। বিষয়টি তাৎক্ষণিক কোতোয়ালি মডেল থানার পুলিশকে অবহিত করলে পুলিশ এসে তদন্ত শুরু করে। এখনো তারা দোকানের নানা আলামত সংগ্রহ করছে।

হৃদয় জানান, চুরি যাওয়া ২৮০টি মোবাইলের মধ্যে স্যামসাং, আইফোন, সনি, পিক্সেলসহ বিভিন্ন ব্র্যান্ডের দামি মোবাইল ছিলো।

মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ থেকে দেখা যায়, ঠিক ১০টা ১ মিনিটে প্রথমে ২-৩ জন মার্কেটের দুতলায় ওই দোকানের সামনে করিডোরে হাঁটাহাঁটি এবং এদিক-সেদিক তাকায়। এদের প্রত্যেকের পিঠে ব্যাগ ছিলো। এরপর ব্যাগ থেকে তালা কাটার যন্ত্র বের করে সাটারের তালা কেটে ব্যাগসহ একজন ভিতরে ঢুকে পড়ে।

অপর দুইজন সাঁটার নামিয়ে করিডোরে হাঁটতে থাকে। তারা মার্কেটের অন্য দোকান খুলতে কেউ আসে কিনা, খেয়াল রাখে। এ সময় আরও দুজন দোতলার করিডোরে অবস্থান নিয়ে এদিক-সেদিক খেয়াল করে।

এরপর ঠিক ১০টা ১৫ মিনিটে ওরা মালামাল ও নগদ অর্থ লুট করে নির্বিগ্নে চলে যায়। দোকান মালিক হৃদয় ও মার্কেটের ব্যবসায়ীরা জানান, ৮-১০ জনের একটি চক্র। এদের পাঁচজন দোতলায় এবং বাকিরা নিচতলায় অবস্থান নিয়ে চুরি সংঘটিত করে।

পুলিশ সুপার আখতার উল আলম জানান, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। শিগগিরই চোর চক্রের সদস্যরা ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102