ময়মনসিংহ প্রতিনিধি:
ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনের টিকিট বিক্রিতে যাত্রী হয়রানি ও কালোবাজারির অভিযোগে ময়মনসিংহ রেলস্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. বুলু মিয়া।
এ সময় ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের ডিএডি শাহদাত হোসেন ও রেজোয়ান আহমেদ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. বুলু মিয়া জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টিকিট কালোবাজারি ও বিভিন্ন অনিয়ম সংক্রান্তে আমরা গোপনে পরিদর্শন যাচাই এবং পর্যবেক্ষণ করছি। টিকিট কাউন্টারে দুজন টিকিট মাস্টার রাজিব সরকার ও বুকিং সহকারী সোহেল রানাকে আমরা পর্যবেক্ষণে রাখি। পরবর্তীতে সরাসরি চ্যালেঞ্জ করার পর দুজনের পকেটে এবং মোবাইলে টিকিট পাওয়া যায়। সেই টিকিটগুলো তারা তাদের আত্মীয়-স্বজনের এনআইডি দিয়ে ক্রয় করেন। আমরা পরবর্তীতে তাদের ব্যাপারে ব্যবস্থা নিয়ে রিপোর্ট পেশ করব।
তিনি জানান, কমিউটার ট্রেনের টিকিট নিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে জিল্লুর রহমান নামে এক এজেন্ট যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং গ্রাহকদের কাছে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ আছে। সেটা আমরা প্রত্যক্ষ করতে পেরেছি। ঈদকে সামনে রেখে আমাদের এ অভিযান চালানো হচ্ছে। যাতে ঈদে যাত্রীরা সঠিক সেবা পান এবং গ্রাহক হয়রানি যাতে না হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।