পিরোজপুর প্রতিনিধি:
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা বন্দর শাখার সিনিয়র ফিল্ড অফিসার কামাল হোসেনের বিরুদ্ধে গ্রাহকদের দুই কোটি ২০ লাখ ৮১ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলা হয়েছে। টাকা ফিরে পেতে বুধবার সকালে গ্রাহকরা ব্যাংক কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
এ সময় ওয়ালী লস্করের সভাপতিত্বে গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন- খালেদা বেগম, তাহিরা বেগম, মোহাম্মদ মাসুদ রানা প্রমুখ।
গ্রাহকরা বলেন, এই ফিল্ড অফিসার কামাল হোসেন তাদের চেক জালিয়াতি করে প্রায় ২১৫ জন গ্রাহকের নামে অনুদান এনে টাকা আত্মসাৎ করেন এবং যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই নাম্বারে টাকা লেনদেন করলে এসএমএস দেওয়া হতো। এই কুচক্রী মহল অ্যাকাউন্ট থেকে তুলে টাকা আত্মসাৎ করার পর থেকে আর কোনো এসএমএস আমাদের ফোনে আসতো না।
এ ব্যাপারে বর্তমান শাখা ব্যবস্থাপক রিপন পারভেজ বলেন, অভিযুক্ত ফিল্ড অফিসার কামাল হোসেনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ১৯ মে মামলা করা হয়েছে। ২০ মে পুলিশ তাকে ঢাকা থেকে গ্রেফতার করে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।
তিনি আরও বলেন, অভিযুক্ত ফিল্ড অফিসার কামাল হোসেন অফিসের নিয়ম-নীতি মানতেন না। মনগড়া অফিস করতেন। বেশিরভাগ সময় কারণ ছাড়াই ছুটিতে থাকতেন।
রিপন পারভেজ বলেন, কামাল হোসেন একজন প্রতারক, আমি অভিযোগ পেয়ে বিষয়টি হেড অফিসে জানাই। হেড অফিস বিষয়টি তদন্ত করে এবং এইচআর ডিপার্টমেন্ট আমাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। আমি তাৎক্ষণিক মঠবাড়িয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা করি। তার সঙ্গে আরও যদি কেউ জড়িত থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।