শেরপুর উত্তর প্রতিনিধি:
জমি বিক্রি করতে গিয়ে স্ত্রীসহ জামালপুর-৫ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরাকে শেরপুর থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে শেরপুরের সাব-রেজিস্টার অফিস তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, কিছু জমি বিক্রি করার জন্য গোপনে জেলা সাব-রেজিস্টার অফিসে দলিল করতে গেলে শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ও বিএনপির কিছু কর্মী তাকে চিনে ফেলে। পরে তারা সবাই তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়।এ সময় তার ব্যবহৃত একটি পাঁজেরো গাড়ি নেতাকর্মীরা আটক করে সাব রেজিস্টার অফিসে রেখে দেন।
সাব-রেজিস্টার অফিসে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ঘিরে এ সময় বিক্ষোভ মিছিল করে।
রেজাউল করিম হিরা আওয়ামী লীগের টানা পাঁচবারের এমপি ছিলেন। ২০০৯ সালে তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে তাকে আটকের বিষয়ে শেরপুর পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।