July 9, 2025, 3:01 pm
ব্রেকিং নিউজ
শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

পঞ্চগড় সীমান্তে ফের ২১ জনকে পুশইন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, May 22, 2025
  • 25 দেখা হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সীমান্তে ফের ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। পঞ্চগড়ের হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে বুধবার রাতে বিএসএফ ২১ জনকে পুশইন করেছে।এর মধ্যে ২ পুরুষ, ৬ নারী ও ১৩ শিশু রয়েছে। খবর পেয়ে সীমান্তের জয়ধরডাঙ্গা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

তিনদিকে ভারতবেষ্টিত সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে এখন পুশইন আতঙ্ক বিরাজ করছে। পুশইনের আগে বিএসএফ কাঁটাতারের বেড়ার লাইট অফ করে লোকজনকে বাংলাদেশের সীমান্তে ঠেলে দিয়ে পুশইন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় ৩২ জনকে পুশইন করেছে বিএসএফ।

এ ব্যাপারে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বড়বাড়ি সীমান্তের ৭৫৭ নম্বর পিলারের ১০ নম্বর সাব-পিলারের কাছে আড়াই কিলোমিটার ভেতরে ঢুকে এসব মানুষকে আটক করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট এলাকায় অবৈধভাবে বসবাস ও শ্রমিক হিসেবে কাজ করে আসছিল। গত ২১ মে ভারতীয় পুলিশ তাদের আটক করে কলকাতায় পাঠায় এবং সেখান থেকে বাসে করে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে এনে বিজিবির অগোচরে সীমান্ত পার করে বাংলাদেশে পুশইন করে।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে উল্লেখ করে আটককৃতদের আইনি প্রক্রিয়ায় পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে বিজিবি।

উল্লেখ্য, এর আগে ১৭ মে বোদা উপজেলার ২টি সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশিকে পুশইন করেছিল বিএসএফ। এদিকে সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাতে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102