পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সীমান্তে ফের ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। পঞ্চগড়ের হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে বুধবার রাতে বিএসএফ ২১ জনকে পুশইন করেছে।এর মধ্যে ২ পুরুষ, ৬ নারী ও ১৩ শিশু রয়েছে। খবর পেয়ে সীমান্তের জয়ধরডাঙ্গা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
তিনদিকে ভারতবেষ্টিত সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে এখন পুশইন আতঙ্ক বিরাজ করছে। পুশইনের আগে বিএসএফ কাঁটাতারের বেড়ার লাইট অফ করে লোকজনকে বাংলাদেশের সীমান্তে ঠেলে দিয়ে পুশইন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় ৩২ জনকে পুশইন করেছে বিএসএফ।
এ ব্যাপারে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বড়বাড়ি সীমান্তের ৭৫৭ নম্বর পিলারের ১০ নম্বর সাব-পিলারের কাছে আড়াই কিলোমিটার ভেতরে ঢুকে এসব মানুষকে আটক করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট এলাকায় অবৈধভাবে বসবাস ও শ্রমিক হিসেবে কাজ করে আসছিল। গত ২১ মে ভারতীয় পুলিশ তাদের আটক করে কলকাতায় পাঠায় এবং সেখান থেকে বাসে করে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে এনে বিজিবির অগোচরে সীমান্ত পার করে বাংলাদেশে পুশইন করে।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে উল্লেখ করে আটককৃতদের আইনি প্রক্রিয়ায় পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে বিজিবি।
উল্লেখ্য, এর আগে ১৭ মে বোদা উপজেলার ২টি সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশিকে পুশইন করেছিল বিএসএফ। এদিকে সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাতে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।