নেত্রকোনা প্রতিনিধি:
সেতুর মাঝে কংক্রিটের ঢালাই ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে। সেই গর্তের ওপর স্টিলের পাটাতন বিছিয়ে দেওয়া রয়েছে। পাশাপাশি ভেঙে গেছে সেতুটির একপাশের রেলিং। ঝুঁকি নিয়েই সেতুটি দিয়ে চলছে যানবাহন। ঘটনাটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের হরিপুর এলাকার কমল বিলের ওপর নির্মিত সেতুটির।
সেতুটি দ্রুত সংস্কার করা না হলে যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনার শঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন বছর ধরে সেতুর এ অবস্থা থাকলেও এটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রতিদিন এ সেতুর ওপর দিয়ে বিভিন্ন ধরণের যানবাহন চলাচল করছে। অনেক সময় রেলিং এবং গর্তের কারণে দুর্ঘটনাও ঘটেছে।
হরিপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, সেতুটি প্রায় তিন বছর ধরে ভাঙা। প্রতিদিন এ সেতুর ওপর দিয়ে লেংগুরা ও নাজিরপুর ইউনিয়নের মানুষ জেলা শহরে আসা-যাওয়া করেন। এছাড়া পাশের কৈলাটি ইউনিয়নসহ অন্তত ৫০টি গ্রামের মানুষও যাতায়াত করেন। বিভিন্ন ধরণের যানবাহন প্রতিনিয়ত পার হয় সেতুটি দিয়ে।
উপজেলা এলজিইডি উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন বলেন, ‘সেতুটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।’