July 9, 2025, 2:39 pm
ব্রেকিং নিউজ
শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

ভোলা-বরিশাল সেতু: ৭ দিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, May 9, 2025
  • 35 দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক:
ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলার গ্যাস ভোলায় থাকবে এবং ভোলায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আজকের ভোলা নামের একটি সংগঠন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও আগামীর ভোলার মুখপাত্র মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন আগামীর ভোলার অন্যতম সংগঠক অ্যাডভোকেট এমরান হোসেন ও আগামীর ভোলার সাংগঠনিক সম্পাদক ও বিজেপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতাব্বর।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আফতাবনগর প্রেস ক্লাবের সভাপতি বাবলু পন্ডিত, দৌলতখান ফোরাম ঢাকার সভাপতি মো. কামাল উদ্দিন, ভোলা সমিতি ঢাকার যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার, যুবনেতা বিল্লাল পাশা, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. আল আমিন, ছাত্র সমাজের (পার্থ) কেন্দ্রীয় আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবদল নেতা মাহবুবুল ইসলাম সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ইব্রাহিম সুমন, ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সম্পাদক রেদওয়ান উল্লাহ, দৈনিক যুগান্তর রিপোর্টার আল-মামুন, ছাত্রদল মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক বশিরউল্যাহ, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক আলমগীর, দ্বীপের সাবেক যুগ্ম সম্পাদক কাওসার হোসেন।

বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোলা ছাত্রকল্যাণের সভাপতি রবিউল ইসলাম রিপন এবং সাধারণ সম্পাদক মো. সোলায়মান, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদার, তিতুমীর কলেজের ভোলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ খোকন, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা বিল্লাল হোসেন, কবি নজরুল কলেজের ভোলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক শাওন ভূইয়া, ছাত্রনেতা অর্ণব রুবেল, অপূর্ব রাকিব, আল আমিন, মেহেদি হাসান সাগর প্রমুখ।

আগামীর ভোলার মুখপাত্র মীর জসিম বলেন, সরকার দাবি পূরণে ৭ দিন সময় নিয়েছে। আমরা আশা করি আগামী ৭ দিনের মধ্যে সরকার তার কথা রাখবে। দাবি পূরণ করা না হলে ভোলার সব জনগণ ঢাকায় এসে রাজধানী অচল করার হুঁশিয়ারি দেওয়া হয়।

আগামীর ভোলার সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতাব্বর, তার বক্তব্যে ভোলার এই তিন দাবি আগামী ৭ দিনের মধ্যে আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। ভোলার চতুর্দিকের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যারা ভোলাকে হুমকির মুখে ফেলছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102