ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের তারাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপরে উপজেলার পাগুলী গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, ওই গ্রামের আনারুল ইসলামের ছেলে তৌহিদ (৫) ও সামিউল হকের মেয়ে হাফসা খাতুন (৪)।
স্থানীয়রা জানান, বাড়ির পাশেই খেলা করছিল তাওহিদ ও আফছা। খেলার একপর্যায়ে তারা দুজনই পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির কাছের পুকুর থেকে তাওহিদ ও আফছার নিথর মরদেহ উদ্ধার করা হয়।
তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।