মহাকালের রথের চাকা ঘুরে আবারও আমাদের দ্বারপ্রান্তে বাংলা নববর্ষ ১৪৩২। বিদায়ী বছরের সকল অর্জন ও ব্যর্থতা, আনন্দ ও বেদনাকে ইতিহাসের পাতায় তুলে রেখে আমরা প্রস্তুত হচ্ছি নতুনকে আলিঙ্গন করতে। এই নববর্ষের সূচনালগ্নে, অনলাইন নিউজ পোর্টাল বেঙ্গল টাইমস পরিবারের পক্ষ থেকে সকল পাঠক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন, বিগত বছরের সকল গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে পেছনে ফেলে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে চলি। শুভ নববর্ষ!
নতুন বছর আমাদের সামনে নিয়ে আসে আশা ও সম্ভাবনার বার্তা। এই দিনটিতে আমরা সারা বছরের ক্লান্তি, জরা, মলিনতা ও ব্যর্থতার গ্লানি ভুলে গিয়ে নতুন করে সম্প্রীতি, সৌহার্দ্য, আনন্দ আর ভালোবাসার মেলবন্ধন রচনা করি। এটি কেবল উৎসবের দিন নয়, এটি আত্মবীক্ষণেরও দিন। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে, বর্তমানকে বিচার করে, ভবিষ্যতের পথনির্মাণ করার সংকল্প গ্রহণের দিন। বৈশাখের তপ্ত রোদ যেমন প্রকৃতিকে শুদ্ধ করে তোলে, তেমনি নববর্ষের উৎসব আমাদের মনন ও সমাজ থেকে সকল সংকীর্ণতা ও বিভেদ দূর করে ঐক্যের পথে চালিত করার প্রেরণা জোগায়।
আসন্ন বাংলা নববর্ষ ১৪৩২ আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণের। যে সমাজে প্রতিটি মানুষ তার অধিকার ও মর্যাদা নিয়ে বাঁচতে পারবে। নববর্ষ উপলক্ষে দেশ ও প্রবাসে আয়োজিত সকল অনুষ্ঠান ও উদ্যোগের সাফল্য কামনা করছি। নববর্ষের প্রেরণাকে পাথেয় করে আমরা সকলে মিলে একটি সুন্দর ও শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি।
সকলকে আবারও শুভ নববর্ষ।