কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা মহানগরীর উন্নয়নকাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিদ্যুতের খুঁটি এবং ড্রেনের মাঝে ফোরপট্টি লাইন। নগর কর্তৃপক্ষ ও পিডিবি বিদ্যুতের সমন্বয়হীনতায় বিদ্যুাতে খুঁটি এবং ড্রেনের মাঝে ফোরপট্টি লাইন রেখে চলছে নির্মাণকাজ। এতে ওই এলাকার সাধারণ জনগন ভোগান্তিতে পড়ছেন।
সরেজমিনে মঙ্গলবার দেখা যায়, কুমিল্লা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের নজরুল এভিনিউ সড়কের পাশে সুন্দরবন কোরিয়ার সাভির্স রোডে ডাক্তার খালেদ মাহমুদের বাসার সামনে দিয়ে ড্রেন নির্মাণ করা হচ্ছে। কিন্তু মাঝখানে বৈদ্যুতিক খুঁটি এবং ফাতিহা টাওয়ারের বৈদ্যুতিক ফোরপট্টি লাইন ড্রেনের মাঝে রেখে সংশ্লিষ্ট ঠিকাদার ড্রেন নির্মাণ করছেন। স্থানীয়রা নিষেধ করলেও তা শোনেননি ঠিকাদার।
স্থানীয়দের অভিযোগ, কুমিল্লা মহানগরীর ড্রেন নির্মাণের উন্নয়ন কাজ হবে এটা স্বাভাবিক। আমরাও চাই নগর উন্নয়ন হোক। কিন্তু ড্রেনের কাজ মনগড়া ভাবে কাজ করলে এতে জনসাধারন ভাগান্তি পড়তে হয়। ড্রেনের মাঝে বিদ্যুৎতের খুঁটি এবংড্রেনের মাঝে ফোরপট্টি লাইন রেখেই ড্রেন নির্মাণ করলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটবে। আমরা সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
ঠিকাদার মো:হালিম জানান,ড্রেনের মাঝে ফোরপট্টি বিদ্যুতের লাইন আছে। বিদ্যুদের লাইনটি সরানোর জন্য ফাতিহা টাওয়ারের মালিকদের অবগত করা হয়েছে। তিনি বলেন,ড্রেনের কাজটি রাস্তার মাঝে দিয়ে করতে গেলে স্থানীয় লোকজন বাধা দেয়। পরে রাস্তার পূর্ব পাশে দিয়ে ড্রেনের কাজ করতে গেলে ফোরপট্টি বিদ্যুতের লাইন পাওয়া যায়। এখানে কাজের বাধা আসে। এখন আমি কুমিল্লা সিটি করপোরেশনের এই বিষয়টি জানিয়েছি।আশা করছি একটা সমাধান হবে।
স্থানীয় ব্যবসায়ী দেলোযর হোসেন জানান, মাঝখানে বৈদ্যুতিক খুঁটি এবং ফোরপট্টি বৈদ্যুতিক লাইন রেখে ড্রেন করলে পয়ঃনিষ্কাশন বাধাগ্রস্তসহ যে কোন সময়ে দূর্ঘটনা ঘটতে পারে। পলিথিন ও আবর্জনা জমে ড্রেন বন্ধ হয়ে যাবে। এতে ড্রেনের কাঙ্ক্ষিত সুফলের পরিবর্তে দুর্ভোগ বাড়বে।