April 2, 2025, 12:06 am
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

জনগনের দুর্ভোগ চরমে; ময়নামতিতে নিন্মমানের সামগ্রী ও ধীরগতিতে চলছে সড়ক নির্মান

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, February 28, 2025
  • 32 দেখা হয়েছে

আলমগীর হোসেন বাচ্চু :

কুমিল্লা ময়নামতি সেনানিবাস সংলগ্ন নাজিরাবাজার থেকে ময়নামতি সাহেবের বাজার পর্যন্ত পৌঁনে দু’কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মানে নিন্মমানের সামগ্রী ব্যবহারসহ কাজের ধীর গতির অভিযোগ তুলেছে স্থানীয়রা।

এঅবস্থায় একদিকে এই সড়ক পথে চলাচলরত হাজার হাজার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষদেও চরমদুর্ভোগ যেমন পোহাতে হচ্ছে, তেমনি দীর্ঘদিন পরে সড়কটির নির্মান কাজের স্থায়ীত্ব নিয়েও এলাকাবাসী চরম ক্ষুব্ধ।


কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরাবাজার থেকে সাহেবের বাজার স্থানটির প্রায় পৌনে দু’কিলোমিটার সড়ক পথ নির্মান কাজ শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ। ময়নামতি সেনানিবাস সংলগ্ন নাজিরাবাজার অংশটি ঢাকা-চট্টগ্রাম এবং সাহেবের বাজার অংশটি কুমিল্লা-সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত। এদুটি এলাকার মাঝে রয়েছে ঘোষনগর, মাধাইয়া, হানাইয়ারবাড়ি, শাহদৌলতপুর গ্রাম। জনবহুল এসব গ্রামগুলোর কমপক্ষে ৭/৮ হাজার লোক প্রতিদিন চলাচল এই সড়ক পথে। এছাড়াও দুটি মহাসড়কের লিংক রোড হিসেবেও এই সড়কটির গুরুত্ব অনেক বেশী। তাছাড়াও ঘোষনগর এলাকায় বর্তমানে নির্মানাধীন রয়েছে আর্মি মেডিকেল কলেজ। তাই তারা প্রায় প্রতিদিন ভারী যানবাহনে করে নির্মাণ সামগ্রী নিয়ে এ সড়কটিতে চলাচল করে। এঅবস্থায় দীর্ঘদিন পরে সড়কটি নতুন করে নির্মান কাজ শুরু হলে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দেয়। অভিযোগ রয়েছে, ৩ মিটার বা ৯ ফুট প্রসস্থ সড়কটির নির্মান কাজ শুরুতে নির্মান সামগ্রীর মান নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করে। সড়কটির দু’পাশে নিন্মমানের ইট গেথে সড়কটির পুরাতন খোয়াগুলো ব্যবহার শুরু করলে স্থানীয়রা প্রতিবাদ করেন। স্থানীয় উত্তর ঘোষনগর বায়তুন নুরানী জামে মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ আল মামুন জানান, নির্মানাধীন সড়কটিতে ব্যবহার করা ইট নিয়ে ঠিকাদারের লোকজনদের কাছে প্রতিবাদ করলে মোবাইল যোগে তাদের অকথ্য ভাষায় গালাগালি সহ হুমকী দেয়। একই কথা বললেন, ঘোষনগর এলাকার রফিক, ফারুক, হুমায়ুন কবীর, মফিজ, সাকিব প্রমুখ । তারা আরো জানান, ঘনবসতিপূর্ণ এই এলাকার বিপুল সংখ্যক শিক্ষার্থী, কর্মজীবি, ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙ্গাচোরা হওয়ায় চলাচলে চরম দুর্ভোগের শিকার হয়।

রিক্সা, ইজিবাইক, অটোরিক্সা নিয়ে চলাচলে চরম অসুবিধার সৃষ্টি হয়। এছাড়াও মুমুর্ষূ রোগী, গর্ভবতী নারীসহ বয়স্ক লোকজনদের যাতায়াতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের দাবী সড়কটি মজবুত ও দীর্ঘস্থায়ী হওয়ার । এদিকে স্থানীয়দের দাবীর মুখে কাজ বন্ধ হয়ে গেলে ২৬ ফেব্রুয়ারী বুধবার  সরেজমিন ঘোষনগর এলাকায় আসেন বুড়িচং উপজেলা প্রকৌশলী আলিফ মাহমুদ। এসময় তিনি ঘটনাস্থলে নিন্মমানের ইট ব্যবহার সত্যতা খুঁজে পান। পরে ঠিকাদার ও স্থানীয়দের উপস্থিতিতে সড়কটি দরপত্র অনুযায়ী নির্মানের প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102