March 12, 2025, 11:22 am
ব্রেকিং নিউজ
গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ বুধবার

সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, February 17, 2025
  • 24 দেখা হয়েছে

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৪ এর পুরস্কার প্রদান অনুষ্টান ২০২৫ সম্পন্ন হয়েছে। ১৭ই ফেব্রুয়ারী সোমবার সুনামগঞ্জ শহরের হাসন রাজা মিলনায়তন জেলা শিল্পকলা একাডেমিতে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুনামগঞ্জ জেলা পাঠক ফোরামের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন এর সভাপতিত্বে এবং জেলা ভাইস চেয়ারম্যান ফারহান শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম এর কেন্দ্রীয় পৃষ্টপোষক মাসিক নতুন কিশোরকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক ডা:নাঈম তাজওয়ার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ও উপ-পরিচালক স্হানীয় সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কিশোরকণ্ঠ একটি সৃজনশীল প্রকাশনা। আমি যখন ছাত্র ছিলাম নিয়মিত পাঠক ছিলাম।কিশোরকণ্ঠ শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখে।তিনি শিক্ষার্থীদের মেধাকে বিকশীত করতে তোমাদেরকে প্রতিযোগীতায় নিয়মিত অংশগ্রহন করতে হবে, এজন্য তোমাদেরকে পরিশ্রমপ্রিয় হতে হবে।তিনি কিশোরকন্ঠ পাঠক ফোরাম কে নিয়মিত এই আয়োজন অব্যাহত রাখতে আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ এর সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা তোফায়েল আহমদ খান,মনিরুজ্জামান পিয়াস, শাবিপ্রবির ভাইস চেয়ারম্যান মাসুদ রানা তুহিন,শাবিপ্রবির সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জেলা মাধ্যমিক শিক্ষজা অফিসার হাঙ্গীর আলম।
উল্লেখ্য এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৭ হাজার এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে সর্বমোট ২৬২ জনকে বৃত্তি দেয়া হয়। যার মধ্যে সেরাদের সেরা ৬ জন ট্যালেন্টপুল গ্রেডে ৭৩ জন, সাধারণ গ্রেডে ৭২ জন এবং বিশেষ গ্রেডে ১১১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। বৃত্তিতে প্রত্যক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ, সার্টিফিকেট,ক্রেস্ট ও শিক্ষা সামগ্রি তুলে দেওয়া হয়।

অনুষ্টানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার পৃষ্টপোষক ,আব্দুল্লাহ আল মামুন,আবু সুফিয়ান ত্বোহা,আব্দুল মমিন,ইয়াকুব আলীহ,রাকাব আহমদ শিশির,সুলতান আহমদ। ফোরামের থানা প্রতিনিধি ,সজিব আহমদ ইকরামুল হক মাজেদ,সুমেল আহমদ,ছাইফ আহমদ,আজিজুর রহমান সহ বিভিন্ন স্কুল প্রতিনিধিবৃন্দ।

অনুষ্টানের শেষের দিকে বৃত্তিপ্রাপ্তদের মাঝে ক্রেষ্ট,সনদপত্র,বই ও নগদ অর্থ পুরষ্কার হিসেবে সবাইকে প্রদান করা হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102