আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য দল গঠন করছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার এ তথ্য দিয়েছেন। খবর আনাদোলু এজেন্সি।
মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসকভ বলেন, মার্কিন আলোচকদের রাশিয়া সফরের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো চুক্তি হয়নি, তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার মার্কিন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প সরাসরি যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন।
পুতিন ও ট্রাম্পের মধ্যে বুধবারের ফোনালাপ কে প্রথম শুরু করেছিলেন তা স্পষ্ট করেন সাংবাদিকদের জানাননি পেসকভ। ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের পর এটিই তাদের প্রথম কথোপকথন কি না তাও নিশ্চিত করেননি তিনি।
পেসকভ এই কথোপকথনকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ফোনালাপে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়নি। তবে রাশিয়া এটিকে ‘অবৈধ’ বলে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
পুতিন ও ট্রাম্পের মধ্যে সরাসরি বৈঠক হবে কি না এ বিষয়ে পেসকভ বলেন, ওই সময় এমন কোনো বৈঠকের সময়সূচি নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি ধৈর্য ধরার আহ্বান জানান।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি সম্ভবত সৌদি আরবে রুশ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ইউক্রেন নিয়ে সম্ভাব্য আলোচনার বিষয়ে ক্রেমলিনের ওই কর্মকর্তা বলেন, চীনসহ কোন পক্ষ এতে জড়িত থাকতে পারে তা এখনও স্পষ্ট নয়। তবে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে অব্যাহত থাকা ইউক্রেনে সংঘাতের অবসান ঘটাতে চাওয়ার নতুন মার্কিন প্রশাসনের অবস্থানকে স্বাগত জানান তিনি।