March 12, 2025, 11:25 am
ব্রেকিং নিউজ
গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ বুধবার

কিশোর গ্যাংয়ের দুঃসাহস ।।কঠোর হওয়ার কোনো বিকল্প নেই

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, February 8, 2025
  • 17 দেখা হয়েছে

দেশের, বিশেষত রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ভালো নয়, মোহাম্মদপুরের দিকে তাকালেই তা স্পষ্ট হয়। বেশকিছু দিন থেকে এ এলাকায় নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। ছিনতাই, রাহাজানি, ডাকাতি, এমনকি হত্যাকাণ্ডও ঘটছে এখানে। এরই ধারাবাহিকতায় কিশোর গ্যাংয়ের এক দুঃসাহসী অপকর্ম প্রত্যক্ষ করা গেছে। দেশীয় চাপাতি-সামুরাই নিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় পুলিশের তিন এসআই ও এক এএসআই গুরুতর আহত হয়েছেন বুধবার সন্ধ্যায়। রায়েরবাজার বোর্ড ঘাট এলাকায় এ হামলার সঙ্গে কিশোর গ্যাংয়ের ‘পাটালি গ্রুপ’ জড়িত ছিল বলে সংবাদ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের এই গ্রুপটির মূল হোতা ফালানকে পুলিশ গ্রেফতার করার পর গ্রুপটির অন্য সদস্য ও মাদক ব্যবসায়ীরা মিলে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ চেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষুব্ধ হয়ে বুধবার সন্ধ্যায় পুলিশের অভিযানের সময় তাদের ওপর হামলা করা হয়। ৩০-৪০ জনের একটি গ্রুপ হামলায় অংশগ্রহণ করে। উল্লেখ করা যায়, রায়েরবাজার এলাকায় রমরমা মাদক ব্যবসা চলছে। এই ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকার সচেতন নাগরিকরা রুখে দাঁড়াতে ভয় পাচ্ছেন। এমন অভিযোগও রয়েছে, একটি রাজনৈতিক দলের নেতারা এই মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন।

গত বছরের ৫ আগস্টের পর থেকে আমরা লক্ষ করে আসছি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পুলিশের মনোবল ভেঙে যাওয়ায় তাদের অধিকাংশই দায়িত্ব ঠিকমতো পালন করছিলেন না। পুলিশের হৃত মনোবল ফিরে আসতে শুরু করলেও রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব হচ্ছে না। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে অপরাধীরা তাদের অপরাধকর্ম চালিয়েছিল নির্বিঘ্নে, তাদের সেই চরিত্র পালটায়নি। বুধবারের ঘটনা আমাদের এই বার্তাই দিচ্ছে যে, অপরাধী, বিশেষত কিশোর গ্যাংগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা না করলে তাদের দমানো যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাই উচিত হবে আইনশৃঙ্খলা বাহিনীকে মোহাম্মদপুরসহ রাজধানীর সব এলাকার দুর্বৃত্ত ও অপরাধীদের কঠোর হস্তে দমন করার নির্দেশ প্রদান করা। ঢাকাকে একটি শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ শহর হিসাবে গড়ে তুলতে হলে এর কোনো বিকল্প নেই। অপরাধ দমনে বিলম্ব ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেবে। তার আগেই রাজধানীকে অপরাধমুক্ত করতে হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102