March 13, 2025, 7:22 pm
ব্রেকিং নিউজ
শনিবার ২ কোটি ২৬ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল মহাসড়কে বাধা সৃষ্টি করা যাবে না: আইজিপি আছিয়া আর নেই জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সত্যিকার সাংবাদিকতা করেছে: প্রেস সচিব গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ

মোবাইলে অ্যাকশন মুভি দেখে যুবকের কাণ্ড

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, January 27, 2025
  • 38 দেখা হয়েছে

মোবাইলে অ্যাকশন মুভি দেখে মানসিক প্রতিবন্ধী আবু রায়হান (২২) নিজের পেটে নিজেই ছুরিকাঘাত করেছেন। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।সোমবার সকালে আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত তাজুল ইসলামের ছেলে আবু রায়হান জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। ২০০৭ সালে ৩ বছর বয়সে মা রেশমা বেগম মারা যান। ওই সময় থেকে আবু রায়হানকে মামা জিহাদ হাওলাদার ও মামি ঝরনা বেগম লালন পালন করে আসছেন।

২০২০ সালে বাবা তাজুল ইসলামও মারা যান। মা-বাবাকে হারিয়ে একেবারেই এতিম হয়ে যায় আবু রায়হান; কিন্তু মা ও বাবাকে হারানোর কষ্ট বুঝতে দেননি মামা ও মামি।

মামি ঝরনা বেগমের দাবি, বাবা মারা যাওয়ার পর থেকেই আবু রায়হান মোবাইলে আসক্ত হয়। মোবাইল ছাড়া কিছুই বোঝে না। মোবাইল নিয়েই সারা দিন কাটে। ওই মোবাইলে রায়হান অ্যাকশন মুভি দেখে সময় কাটায়। অনেকবার বারণ করা সত্ত্বেও শোনেনি। সোমবার সকালের খাবার খেয়ে ঘরে অ্যাকশন মুভি দেখছিল। ওই সময় সে নিজের পেটে নিজেই ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক মামা ও মামি তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছেন।

মামি ঝরনা বেগম বলেন, আবু রায়হান জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। কথা বলতে পারে না ও কানেও শোনে না। গত ১৮ বছর ধরে আমিই লালন পালন করে আসছি। সোমবার সকালে খাবার খেয়ে ঘরে মোবাইলে অ্যাকশন মুভি দেখছিল। ওই ছবি দেখে নিজেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরে ডাকচিৎকার শুনে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, প্রতিবন্ধী আবু রায়হানকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102