March 13, 2025, 9:30 pm
ব্রেকিং নিউজ
শনিবার ২ কোটি ২৬ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল মহাসড়কে বাধা সৃষ্টি করা যাবে না: আইজিপি আছিয়া আর নেই জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সত্যিকার সাংবাদিকতা করেছে: প্রেস সচিব গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ

পটুয়াখালীতে আজহারীর মাহফিলে লাখো মানুষের ঢল

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, January 25, 2025
  • 27 দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে ইতোমধ্যেই শুরু হয়েছে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিল। মাহফিল আয়োজন কমিটির সভাপতি ও জেলা জামায়াত ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান শনিবার দুপুর ২টার দিকে এ মাহফিলের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

পটুয়াখালী কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে চলছে ঐতিহাসিক এ তাফসিরুল কুরআন মাহফিল। ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এ মাহফিলে অংশ নিতে শুধু পটুয়াখালীই নয়, বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে শুক্রবার দুপুর থেকে মুসল্লিরা এসে মাহফিল প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে মাহফিলের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

এই তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি ড. মিজানুর রহমান আজহারী এদিন হেলিকপ্টারযোগে পটুয়াখালীতে অবতরণ করবেন বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি এশার নামাজের পরে তাফসিরুল কুরআন শুরু করবেন বলেও নিশ্চিত করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

এর আগে মিজানুর রহমান আজহারীর মাহফিলের তারিখ ঘোষণার পর থেকে পটুয়াখালী জেলাজুড়ে বইতে থাকে উচ্ছ্বাসের আমেজ। এই মাহফিলকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

জেলা জামায়াতের আমির ও মহফিল আয়োজক কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসানের সভাপতিত্বে এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাউফল উন্নয়ন ফোরাম এবং পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্জ আলতাফ হোসেন চৌধুরী। এছাড়াও দেশের বরেণ্য আরও অনেক মুফাসসিরগণ তাফসির পেশ করবেন।

আমন্ত্রিত অতিথিরা ইতোমধ্যেই পটুয়াখালীতে অবস্থান করছেন। মাহফিল আয়োজক কমিটির সভাপতি কামরুল আহসানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে বিভিন্ন বক্তারা ইতোমধ্যেই ধর্মীয় আলোচনা শুরু করেছেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে পটুয়াখালীতে প্রস্তুত করা হচ্ছে ১০টি মাঠ। প্রতিটি মাঠেই ইতোমধ্যে মুসল্লিরা অবস্থান করছেন। তারা অতি আগ্রহে অপেক্ষা করছেন মাহফিলের প্রধান অতিথি মিজানুর রহমান আজহারীর মূল আলোচনা শোনার জন্য।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মাহফিলের জন্য প্রস্তুতকৃত ১০টি মাঠেই লাখ লাখ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। লঞ্চ ও গাড়িতে যে যেভাবে পেরেছেন মাহফিল এলাকায় এসে উপস্থিত হয়েছেন। ধারণা করা হচ্ছে, এই তাফসিরুল কুরআন মাহফিলে ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিতি হবেন।

ধর্মপ্রাণ মানুষের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো ধরনের অঘটন এড়াতে পর্যাপ্ত পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।

এদিকে মিজানুর রহমান আজহারীর এই তাফসির মাহফিল যাতে সবাই সুন্দরভাবে শুনতে পারেন, সেজন্য ৫০টি এলইডি ডিসপ্লের মাধ্যমে সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। ৬০০টির মত মাইক টাঙানো হয়েছে পটুয়াখালী পৌর এলাকায়। নারীদের জন্য প্রস্তুত করা হয়েছে আলাদা ৩টি মাঠ। কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং অস্থায়ী টয়লেট ও স্যানিটেশন নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে প্রায় ১২০০ অস্থায়ী টয়লেট। বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লিদের গাড়ি রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে আলাদা পার্কিংও।

ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিলকে ঘিরে পটুয়াখালী জেলাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান বলেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ড. মিজানুর রহমান আজহারী সাহেবের প্রতি। কারণ তিনি শত ব্যস্ততার মধ্যেও পটুয়াখালীবাসীকে সময় দিয়েছেন। ইতোমধ্যেই দেখছি তার প্রোগ্রামে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। আশা করছি সফলভাবে মাহফিল সম্পন্ন করতে পারব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এই মাহফিল সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ সবার সহযোগিতায় আমরা এই বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব। ইতোমধ্যেই প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ সাংবাদিকদের বলেন, মাহফিলকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাহফিল এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102