April 3, 2025, 10:21 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

পূর্বধলায় ২৪ ঘণ্টায় ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, January 12, 2025
  • 20 দেখা হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় ২৪ ঘণ্টার ব্যবধানে তিনজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের মধ্যে জহিরুল (২২) ও মাফিয়া আক্তার (২০) ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অন্যদিকে ট্রাকের চাপায় ফেরদৌস আহম্মেদ (৫৪) নামের একজনের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ। তিনি জানান, উপজেলার জারিয়া ইউনিয়নে জহিরুল ও আগিয়া ইউনিয়নের হাটকান্দা পশ্চিমপাড়া গ্রামের লড়ি ট্রাকচালক দ্বীন ইসলামের স্ত্রী মাফিয়া আক্তারের মৃত্যুর রহস্য উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসব ঘটনায় পূর্বধলা থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এছাড়া উপজেলা সদরের নসীবপুর গ্রামের ফেরদৌস আহম্মেদ (৫৪) এবং তার মেয়ে ফাতিন (২০) ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌস আহম্মেদ (৫৪) মারা যান। ফেরদৌস আহম্মেদের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নে জহিরুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। জহিরুল নেশাজাতীয় দ্রব্য সেবন করত। দুপুরের দিকে তার দাদির কাছে টাকা চাইলে দাদি টাকা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির সামনে রাখা সিমেন্টের একটি খুঁটি বিক্রি করে দেয়। খুঁটি বিক্রির জন্য তার নানা আজিজুল এসে গালাগালি করলে জহিরুল রাগে দরজা বন্ধ করে রাখে। দাদি হালিমা খাতুন দুপুরে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকির একপর্যায়ে দরজা ভেঙে দেখে জহিরুল ঘরের বাঁশের আড়ার সঙ্গে লাল ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এদিকে শনিবার রাত ৩টায় উপজেলা সদর ইউনিয়নের নসীবপুরে দারুল উলুম নোমানিয়া নও-মুসলিম মাদ্রাসার সামনের সড়কে নেত্রকোনা থেকে পূর্বধলাগামী বালুবাহী একটি ট্রাক পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ফেরদৌস আহম্মেদ (৫৪) এবং তার মেয়ে ফাতিন আক্তার (২০) ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা বাবা ও মেয়েকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফেরদৌস আহমেদকে কর্তব্যরত চিকিৎসক রোববার সকালে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মেয়ে ফাতিন (২০) বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফেরদৌস আহমেদের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছে। পুলিশ ঘটনাস্থল থেকে বালুর ট্রাক এবং ড্রাইভারকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

 

অপরদিকে উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা পশ্চিমপাড়া গ্রামের লরিচালক দ্বীন ইসলামের স্ত্রী মাফিয়া আক্তার (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

জানা গেছে, ২ বছর আগে বিবাহে আবদ্ধ হন মাফিয়া ও দ্বীন ইসলাম। বিয়ের ১ম বছরের মাথায় মৃত ছেলে সন্তানের জন্ম হয়। এবার আবারো তিন মাস অন্তঃসত্ত্বা ছিল মাফিয়া। স্বামী দ্বীন ইসলামের সঙ্গে মাফিয়ার পারিবারিক কলহ লেগেই থাকত।

গতরাতে স্বামী লরি-ট্রাক চালিয়ে রাত ৩টার সময় বাড়িতে এসে ঘরের দরজা ধাক্কা দেয় এবং ডাকাডাকি করলে সাড়া না দিলে দরজার সঙ্গে রশির বাঁধন কেটে ঘরে ঢুকে দেখে ধরনার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে স্ত্রী মাফিয়া। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মৃত মাফিয়ার বাবা উপজেলার মেঘশিমুল গ্রামের মোহাম্মদ আলী জানান, দুই বছর আগে আমার মেয়ে মাফিয়া আক্তারের সঙ্গে দ্বীন ইসলাম বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ে দেওয়ার পর থেকেই দ্বীন ইসলাম বিভিন্ন দাবি দাওয়া করে। আমি গরিব মানুষ টাকাপয়সা না দিতে পারার কারণে মেয়েকে আমার বাড়িতে আসতে দিত না। মেয়েকে বিভিন্ন সময় নির্যাতন করত। যৌতুকের জন্য আমার মেয়েকে পরিকল্পিতভাবেই হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। এ ব্যাপারে আমি থানায় মামলা করব।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102