April 5, 2025, 7:51 am
ব্রেকিং নিউজ
১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কুল ক্যান্টিন উদ্বোধন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, January 1, 2025
  • 30 দেখা হয়েছে

 

চাইথোয়াইমং মারমা,স্টাফ রিপোর্টার প্রতিনিধি:-রাঙ্গামাটি জেলা বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কুল ক্যান্টিন উদ্বোধন করা হয়েছে।

বুধবার ( ১ লা জানুয়ারি ২০২৫ ইং) সকাল ১০:০০ টায় স্কুলের সিঁড়ি ঘাটের দিকে ছাত্রী হোস্টেলের পাশে ক্যান্টিনটি ফিতা কেটে উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম।

প্রধান শিক্ষক বলেন, বাচ্চাদের ( শিক্ষার্থীর) কথা মাথায় রেখে এ ক্যান্টিন করা হয়েছে।
শিক্ষার্থীরা অনেক সময় না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় সারাদিন কেটে দেয় এবং ক্লাস করতে হয়। বাজারে যেতে একটু সময় লাগে । এজন্য তাদের অনেক অসুবিধা হয়।মূলতঃ তাদের সুবিধার জন্য স্কুলের পাশে এই ক্যান্টিনটি করা হয়েছে। অন্যাদিকে ক্যান্টিনটি হওয়ার কারণে শিক্ষার্থীসহ অভিভাবকরাও খুশি।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, পিটিএ কমিটির সভাপতি মো. জাফর আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক কাজল কান্তি দে, সিনিয়র শিক্ষক প্রণব কুমার নাথ, শিক্ষক জসীম উদ্দীন তালুকদার, রনবীর চাকমা, রিকান চাকমাসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন সাথোয়াই মার্মা,অংশে প্রু মার্মা (বেলাল), আরতি কুমার চাকমা, কৃষ্ণা দে,সিবু চাকমা, স্নেহ কুমার চাকমা।প্রোভাইডার হিসেবে দায়িত্বে থাকবেন বীথিকা চাকমা। ক্যান্টিন কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থী ছাড়াও সকলের জন্য উন্মুক্ত। সকাল কিংবা পড়ন্ত বিকালে।সূর্যোদ্য় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিলাইছড়ি সৌন্দর্য উপভোগ করা যাবে বলে প্রধান শিক্ষক জানান।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102