April 11, 2025, 9:18 pm
ব্রেকিং নিউজ
এশিয়ায় আস্থা অর্জনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা সিআইসিএর কৃষকরাই আমাদের বড় প্রাণ,কৃষকদের কথা সবার চিন্তা করতে হবে – কৃষি উপদেষ্টা পুলিশ মবজাস্টিস ভয় পায় না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা চান ইলিয়াস কাঞ্চন বিএনপির প্রতিবাদী র‌্যালি শুরু ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার বিষয়ে যে সিদ্ধান্ত জানাল পিএসসি এনসিপির সঙ্গে হেফাজতে ইসলামের বৈঠক দুদক কার্যালয়ে হাসনাত-সারজিস ৩৬ টাকায় বোরো ধান, ৪৯ টাকায় চাল কিনবে সরকার যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন পিটার হাস ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, গ্রেপ্তার ৬০ সেই কনস্টেবল রাষ্ট্রপতি পদকে ভূষিত ৩৭ শতাংশ শুল্ক স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি ড. ইউনূসের ভোজ্যতেলের লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত মঙ্গলবার গাজায় ইসরাইলি আগ্রাসনে ক্রীড়া উপদেষ্টার প্রতিবাদ আওয়ামী লীগ সমর্থক ৭০ আইনজীবী কারাগারে সারা দেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক যুক্তরাষ্ট্রে রপ্তানি আরও বাড়বে: প্রেস সচিব বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জমি অধিগ্রহণের চেক প্রকৃত মালিক ছাড়া হস্তান্তরের অভিযোগে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, December 31, 2024
  • 33 দেখা হয়েছে

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি অধিগ্রহণের ৭০ লাখ টাকার চেক প্রকৃত মালিক ছাড়া হস্তান্তরের অভিযোগ উঠেছে।

৩১ ডিসেম্বর মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন, জমির মালিকের পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকার শবনম মোস্তারি। তিনি এ অপকর্মটির জন্য এলএ শাখার দু’জন সার্ভেয়ারকে দায়ী করেছেন।

লিখিত অভিযোগে শবনম মোস্তারি বলেন, সাসেক সংযোগ প্রকল্প-২ এর আওতায় হাটকামরুল-রংপুর মহাসড়ক চারলেনে উন্নীতকরন প্রকল্পের আওতায় গোবিন্দগঞ্জের বোয়ালিয়া মৌজার এস/এ-৪২৬ নং খতিয়ানভুক্ত ২৬০৫ দাগের জমি সরকারিভাবে অধিগ্রহণ করা হয়। ওই জমির ১২ শতকের মালিক আমেরিকা প্রবাসী আরিফা করিম তার ভাবী শবনম মোস্তারিকে এফিডেভিটমূলে পাওয়ার অব এ্যাটর্নি প্রদান করেন। সেই অনুযায়ী বোয়ালিয়া মৌজার জেএল নং ২৪১, এসএ খতিয়ান নং ৪২৬, সাবেক দাগ নং ২৬০৫, মোট জমির ৫৩ শতাংশের মধ্যে ১২ শতকের ক্ষতিপূরণ পাওয়ার কথা। কিন্ত সেই জমি দাবি করেন জনৈক সোহরাব হোসেন। এ বিষয়ে তফশীল জমি বাবদ অধিগ্রহণকৃত ৫/১৯-২০ যার মিসকেস নং ৩৮২৪ মামলার শুনানীকালে পাওয়ার অব এ্যাটর্নিসহ ঘোর আপত্তি জানান শবনম মোস্তারি। পরবর্তীতে ৫/২০১-২০২০ নং এলএ কেসমূলে জমির অধিগ্রহণকৃত ক্ষতিপূরণের টাকা যেন অন্য কারো নামে প্রদান করা না হয় সেজন্য গত ৫ ডিসেম্বর শবনম মোস্তারি জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগটি ৮ ডিসেম্বর রেজিস্টারভুক্ত হয়। যার নং ৮৫৩/২৪। কিন্তু, আপত্তি উপেক্ষা ও রেজিস্ট্রিভুক্ত অভিযোগের শুনানী না করে উল্লেখিত সোহরাব হোসেনের নামে ৩০ ডিসেম্বর ৭০ লাখ টাকার চেক প্রদান করা হয়।

সংবাদ সম্মেলনে শবনম মোস্তারি আরও অভিযোগ করেন, জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার আল আমিন ও কামরুজ্জামান ৭০ লাখ টাকার চেকের জন্য ১০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন। কিন্তু তিনি ঘুষ না দেয়ায় সোহরাব হোসেনের কাছ থেকে ২০ লাখ টাকা ঘুষ নিয়ে ৭০ লাখ টাকা চেক দেয়া হয়েছে।

বিষয়টি যথাযথ তদন্ত করে সোহরাব হোসেনের নামে ৭০ লাখ টাকার চেক স্থগিত করার দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, শবনমের মামা মো. তৌহিদুল আলম, কেয়ারটেকার ইব্রাহিম সরকার।

এ বিষয়ে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম বলেন, যদি চেক প্রদানে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে সরকারি নিয়ম অনুযায়ী সোহরাব হোসেনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102