আন্তর্জাতিক ডেস্ক:ওমরাহ পালনকারীদের এখন লাগেজ সংরক্ষণের জন্য আলাদা অর্থব্যয় করার প্রয়োজন নেই। গতকাল বুধবার এক ঘোষণায় মক্কার কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে বিনামূল্যে নিজেদের লাগেজ রাখতে পারবেন ওমরাহ পালনকারীরা। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, গ্র্যান্ড মসজিদের পূর্বে মক্কা লাইব্রেরি ও পশ্চিমে গেট সিক্সটি ফোরে বিনামূল্যে লাগেজ রাখতে পারবেন ওমরাহ পালনকারীরা। তবে এই সুবিধা পেতে হলে নুসুক অ্যাপ দিয়ে অনুমতি নিতে হবে তাদের।
ওমরাহ পালনকারীরা সেখানে শুধুমাত্র ব্যাগ রাখতে পারবেন, যার ওজন সর্বোচ্চ সাত কেজি। সর্বোচ্চ চার ঘণ্টা রাখা যাবে সেখানে। অন্য কিছু সেখানে রাখা যাবে না।
ঘোষণায় জানানো হয়েছে, ব্যাগ জমা দেওয়ার সময় একটি টোকেন বা টিকিট দেওয়া হবে। পরে সেই টিকিট দেখিযরে ব্যাগ ফেরত নিতে হবে।