চাঁদপুর প্রতিনিধি:চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামের জাহাজ থেকে পাঁচজনের মরদেহ এবং তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর আহতদের দুজন মারা যান। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
আজ সোমবার দুপুরে জাহাজটি থেকে পাঁচ মরদেহ উদ্ধার করা হয়। বিকেল ৪টার দিকে আহত তিনজনকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর ১০ মিনিটের ব্যবধানে দুজনের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অপরজনের নাম জুয়েল। পুলিশের তত্ত্বাবধানে বিকেল ৫টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার উদ্দেশে নেওয়া হয়।
কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা জানিয়েছেন, জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। উদ্ধার হওয়া মরদেহগুলো গলাকাটা অবস্থায় পাওয়া যায়।
চাঁদপুর কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক বলেছেন, হাইমচর উপজেলার মেঘনার ইশানবালা এলাকায় মালবাহী কার্গো এমভি আল-বাখেরা জাহাজে এ ঘটনা ঘটে। ওই পাঁচজনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।