December 22, 2024, 6:38 am
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত-১৪

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, December 21, 2024
  • 13 দেখা হয়েছে

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় অনুষ্ঠানে বিএনপি নেতার নাম দেওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মী মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গাইবান্ধার সাঘাটা বাজারের পল্টন মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ (৫০), বাবু মিয়া (৩৮), আব্দুর রাজ্জাক মিয়া (৪০), সুমন দেব (৫০), সিরাজুল ইসলাম (৪০), পিন্টু মিয়া (৩০), ছাত্রদলের জাকিরুল ইসলাম (৩২), যুবদলের আনিছুর রহমান (৪০) ও স্থানীয় জামায়াতের আলমগীর হোসেন (৪৫), জাহিদুল ইসলাম (৪৮), শফিকুল ইসলাম শফিক (৪০), সাজু মিয়া, রুহুল আমিন, আসাদুল ইসলাম। এছাড়া আরও কয়েকজন আহত রয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সাঘাটা ইউনিয়নের সরদারপাড়া গ্রামে ইসলামী জলসায় প্রধান অতিথি গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি নাহিদুজ্জামান নিশাতকে বিএনপি’র পক্ষ থেকে নাম না দেওয়ার জন্য বললেও আয়োজক কারী আব্দুল আজিজ পোস্টারে নাম দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এর জের ধরে জামায়াত ইসলামী প্রতিবাদ মিছিল বের করলে, পাল্টা বিএনপিও মিছিল বের করে। এতে উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটলে উভয় পক্ষের অন্তত ১৪ জনের বেশি নেতাকর্মী আহত হন। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, জামায়াত-বিএপি’র কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102