রংপুর প্রতিনিধি:
বৈষম্যবিরোধী আন্দোলনে রংপুরে শহিদ আবু সাঈদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।
শিক্ষার্থীরা বলেন, গত ১৬ জুলাই আবু সাঈদ শহিদ হওয়ার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। অথচ আবু সাঈদ হত্যার ৪ মাস পেরিয়ে গেলেও আসামিদের ধরতে ব্যর্থ হয়েছে প্রশাসন। জুলাই বিপ্লবের প্রথম শহিদ আবু সাঈদ হত্যার আসামিদের কেন এখনো গ্রেফতার করা যাচ্ছে না, সেই প্রশ্নও তোলেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, এটি যে একটি পুলিশি হত্যাকাণ্ড সেটি দিনের আলোর মতো পরিষ্কার। অথচ দুজন পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হলেও ঊর্ধ্বতন সব পুলিশ কর্মকর্তাই এখনো ধরাছোঁয়ার বাইরে।
এ সময় হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, আবু সাঈদ হত্যার ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীসহ যারাই জড়িত থাকুক তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।