December 22, 2024, 9:35 am
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, December 9, 2024
  • 19 দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি:‘হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে বাঁচতে চাই, ভারতের অপপ্রচার মানি না, মানব না’ স্লোগানে ভারতীয় মিডিয়ায় ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের সর্বস্তরের হিন্দু সম্প্রদায়।

সোমবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর বাজার কালীমন্দির থেকে শুরু হয়ে হেমনগর ডিগ্রি কলেজ হয়ে পুনরায় বাজার কালীমন্দিরে শেষ হয়। মিছিলে ২ শতাধিক হিন্দু নারী ও পুরুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ভোলারপাড়া গ্রামের বাসিন্দা শিক্ষিকা সুরভী রানী সূত্রধর বলেন, ভারতীয় মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদ করার জন্য আজ এখানে দাঁড়িয়েছি। আমরা এখানে হিন্দু-মুসলিম শান্তিতে সহাবস্থান করতেছি। বিশেষ উদ্দেশ্যে হাসিলের জন্য একটি মহল সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। আমরা শাঁখা সিঁদুর পরে রাস্তায় নিয়মিত বের হই, কেউ বাধা দিচ্ছে না। ভারতের স্টুডিওতে বসে উসকানিমূলক মিথ্যা সংবাদ প্রচার না করে, বাংলাদেশে এসে দেখে তারপর সংবাদ প্রচার করুন।

জমিদার বাড়ির উত্তরসূরি খোকন চক্রবর্তী বলেন, ভারতে আমার ৪ বোনসহ আত্মীয়রা আমাদের খোঁজ নিতে বারবার ফোন দেয়। আমি বলেছি তোমাদের চাইতে আমরা এখানে ভালো আছি। ভারতীয় মিডিয়া উসকানি দিয়ে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। ভারতকে আমরা বলব এসব বন্ধ করুন। আগে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু আমাদের আপন ভাইয়ের মতো বিভিন্ন সহযোগিতা করতেন। সুলতান সালাউদ্দিন টুকু পূজা, কীর্তনসহ বিভিন্ন অনুষ্ঠানে আমাদের পাশে এসে দাঁড়ায়। হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ ভিপি আমাদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। আমার স্ত্রী ও ৪ মেয়ে রাস্তায় সানন্দে চলাচল করছেন। এসব সংবাদের কোনো সত্যতা নেই।

হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গৌড় চন্দ্র পাত্র বলেন, ভারতীয় মিডিয়ারা এ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, মহিলারা রাস্তায় চলাফেরা করতে পারে না, হিন্দুদের নিগৃহীত করছে- এমন অপপ্রচার মিডিয়াতে চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছি অত্যন্ত সহমর্মিতার মাধ্যমে। আমাদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলিমরা শ্রম ও আর্থিক বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। সব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই।

এ ব্যাপারে হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ ভিপির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শুনেছি হিন্দুরা ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে আজ মিছিল করেছে। দলীয় নির্দেশনা ও সুলতান সালাউদ্দিন টুকুর তত্ত্বাবধানে আমি সার্বক্ষণিক হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। পাশাপাশি তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে আর্থিক সহায়তা দিয়েছি। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ভারতীয় মিডিয়ার উসকানিমূলক অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102