April 4, 2025, 7:54 pm
ব্রেকিং নিউজ
১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ

সিদ্ধিরগঞ্জে লাশ তুলতে বাধা পেয়ে ফিরে গেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, December 9, 2024
  • 35 দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাফেজ সোলাইমানের (১৯) লাশ কবর থেকে তুলতে গেলে বাধা দেন তার পরিবার।সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর মাদ্রাসা এলাকার কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাশ তুলতে গেলে তাকে বাধা দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট দুপুরে চিটাগং রোড এলাকায় দুষ্কৃতকারীর গুলিতে নিহত হন হাফেজ সোলাইমান। পরে পথচারীরা তাকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।

গত ২২ আগস্ট নিহতের বোনজামাই শামীম কবির বাদী হয়ে শেখ হাসিনাকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

এ হত্যার ঘটনায় মামলা করা হলে লাশ ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশে সোমবার লাশ তুলতে গেলে নিহতের পরিবার আপত্তি জানায়। সেখানে ঘণ্টাব্যাপী অপেক্ষা করেও লাশ না তুলতে না দেওয়ায় ফিরে আসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দুপুরে হাফেজ সোলাইমানের কবর থেকে লাশ তুলতে আসেন। এ সময় মামলার বাদী তার বোনজামাই এসে লাশ তুলতে বাধা দেন।

মামলার বাদী বলেন, এখানে যে আজকে লাশ তুলতে আসবে তা আমাদের জানানো হয় নাই। যখন আমরা শুনতে পাই আমার শ্যালকের লাশ তুলতে এসেছে, তখনই দ্রুত লাশ তুলতে না করি। আমরা পারিবারিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, যদি এ মামলা চালানোর জন্য লাশ তুলতে হয়, তাহলে আমরা আদালতে গিয়ে এ মামলা প্রত্যাহার করব। তবুও কবর থেকে লাশ তুলতে দেব না।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন, আদালতের নির্দেশে সোমবার আমরা লাশ তুলতে এসেছি; কিন্তু নিহতের পরিবার আমাদের লাশ তুলতে দেয়নি। তারা বলেছেন, লাশ তুলতে হলে তারা মামলা প্রত্যাহার করবেন। বিষয়টি আমরা আদালতে জানাব।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102