December 22, 2024, 9:32 am
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

সাজেক পর্যটন কেন্দ্র ঘিরে বাড়তি নিরাপত্তা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, December 8, 2024
  • 20 দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি:

সম্প্রতি দুই আঞ্চলিক দলের ক্যাডারদের মধ্যে সশস্ত্র সংঘর্ষের ঘটনায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র ঘিরে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বর্তমানে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র এ সাজেকভ্যালি।

এর আগে গত ১-৩ ডিসেম্বর টানা তিনদিন সাজেকের আশেপাশে দুর্গম এলাকায় দুই সশস্ত্র গ্রুপের মধ্যে থেমে থেমে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ওই সময় উভয়ের মধ্যে অন্তত হাজার রাউন্ড গুলিবিনিময় ঘটে বলে জানায় প্রশাসন।

এ ঘটনায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ও পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ৪ ডিসেম্বর একদিনের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে জেলা প্রশাসন। এতে আগে ঘুরতে যাওয়া চার শতাধিক পর্যটক সেখানে আটকা পড়লে এদিনই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় তাদেরকে গন্তব্যে ফেরত পাঠানো হয়।

পাশাপাশি নিরাপত্তাবাহিনী অভিযান পরিচালনা শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ফলে ৫ ডিসেম্বর থেকে পুনরায় পর্যটকরা সাজেক ভ্রমণ শুরু করেছেন। বর্তমানে সাজেক পর্যটন কেন্দ্র ঘিরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

জানা যায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রতিদিন সাজেকে হাজার পর্যটকের সমাগম ঘটছে। সকাল-বিকাল সাজেক আসা-যাওয়া করছে পর্যটকবাহী বহু গাড়ি।

সাজেকের কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, বর্তমানে সাজেকের পরিস্থিতি শান্ত। কোথাও কোনো ধরনের সমস্যা নেই। পর্যটকরা নিরাপদে সাজেকে যাওয়া-আসা করতে পারছেন। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার ও বাঘাইছড়ি সার্কেল অফিসার মাহমুদুল হাসান জানান, সাজেকের সড়কে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সাজেকের মাচালং ও তার আশপাশে যেসব ঝুঁকিপূর্ণ, সেসব এলাকায় পুলিশের তল্লাশি ও বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, সন্ত্রাসপ্রবণ এলাকায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে সাজেকের পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত। তাই এখন পর্যটকদের সাজেক ভ্রমণে সমস্যা নেই।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102