আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ক্ষুদ্র লৌহজাত শিল্পের উপর নির্ভরশীল গাইবান্ধার গ্রামগঞ্জের পেশাদার কামাররা। চলতি মৌসুমে ধান কাটা, মাটি কাটাসহ কৃষিতে ব্যবহৃত লোহার যন্ত্রপাতি তৈরীর টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কামারশালাগুলো।
এখন কৃষি কাজে ব্যবহারের জন্য কাস্তে, কোদাল, খুরপি, দা, কুড়ালসহ বিভিন্ন পণ্যের এখন ভীষণ চাহিদা। ফলে রাতদিন কাজ শেষে হাট-বাজারগুলোতে সাজিয়ে বসছে এসব পণ্যের পসরা। ক্রেতারাও প্রয়োজন মত দেখে শুনে কিনছে তাদের পণ্য।
এদিকে, এসব পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তৈরীর সরঞ্জাম কাঁচা লোহার দামও বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। ফলে বগুড়া, রংপুর থেকে স্থানীয় কামারদের বেশী দামে কিনতে হচ্ছে কাঁচা লোহা। এতে এসব পণ্য তৈরীর উৎপাদন ব্যয়ও অনেক বেড়ে গেছে। এজন্য সংগত কারণেই ক্রেতারা বেশী দামে কিনতে বাধ্য হচ্ছে এসব পণ্য।
লোহার তৈরি এসব পণ্য বিক্রেতা মমিনুল ইসলাম জানায়, চলতি মৌসুমে লোহার তৈরি পণ্য বিক্রি এবার কয়েক গুন বেড়ে গেছে। সাধারণত বিভিন্ন এলাকার কামাররা তার দোকানে এসেই এসব সরঞ্জাম বিক্রি করে যায়। প্রয়োজনে তিনি নিজেও কামারশালায় গিয়ে সংগ্রহ করে নিয়ে আসেন।
তিনি আরও জানান, কাঁচা লোহার দাম বাড়লে তৈরি পণ্যের দাম আরও বাড়তে পারে।