ইবি প্রতিনিধি:
ইসকনের হামলায় চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে এবং সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার রাতে সাড়ে ৯টায় জিয়া মোড় সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও প্রধান ফটক প্রদক্ষিণ করে পাশের শেখপাড়া এলাকা ঘুরে ক্যাম্পাসে এসে শেষ হয়।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, ‘ইসকন প্রকাশ্যে একজন আইনজীবীকে হত্যা করেছে। এটি স্পষ্টত সন্ত্রাসী কার্যক্রম। তাই ইসকনকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে।’