বেল্লাল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার:
নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ সোহরাব হোসেনকে নারীসহ আটক করেছে স্থানীয়রা।
২০ অক্টোবর বুধবার বিকেলে সিংড়া থানা মোড় এলাকায় সাব রেজিস্ট্রার অফিস এর সামনে এঘটনা ঘটে।
উপজেলার সুকাশ ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ২ নং ওয়ার্ড সদস্য মোঃ সোহরাব হোসেন উপজেলার আগমুরশন গ্রামের মোঃ ফরিদুল ইসলামের ছেলে।
জানা যায়, একই গ্রামের মোছাঃ সীমা খাতুন (৩২) পিতা মোঃ সুজাউল ইসলাম সে সিংড়া থানা মোড় এলাকায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন এর ( সাব- রেজিস্ট্রার অফিসের সামনে চতুর্থ তলায় ভাড়া থাকত।
সীমা খাতুন এর স্বামী মোঃ লিটন, সাং পেট্রোবাংলা, থানা সিংড়া জেলা, নাটোর। সীমা খাতুন এর স্বামী ঢাকায় চাকুরী করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ সোহরাব হোসেন সে প্রায় ৪ মাস যাবত সীমা খাতুনের ভাড়াটিয়া বাসায় মাঝেমধ্যে যাওয়া আসা করে ও রাত্রি যাপন করে। বিষয় টি সীমা খাতুনের ছেলে মোঃ সিফাত (৮)তার পিতা মোঃ লিটন কে জানালে লিটন তার ছেলে সিফাত কে বলে এর পরে ওই লোক বাসায় আসলে তুমি বাহির হতে দরজা লাগিয়ে দিয়ে আমাকে ফোন করবে।
২০ অক্টোবর বুধবার বিকেল ৪.৩০ মিনিটের দিকে সোহরাব হোসেন সীমার ঘরে প্রবেশ করলে তাহার ছেলে সিফাত বাহির হতে দরজা আটকিয়ে দিয়ে তার বাবা লিটন কে মোবাইল ফোনে বিষয় টি জানায়। পরে স্থানীয় লোকজন তাদের ভাড়াটিয়া বাসা ঘিরে রেখে ও তাদের পরিবারের লোকজনের সাথে কথা বলে। পরে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থলে গিয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত উক্ত ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয় নাই।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসমাউল হক বলেন বিষয় টি শুনেছি উভয় পক্ষের কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বেবস্থা গ্রহণ করা হবে।